অলৌকিক এক মেয়ে

আমার নাম সীমান্ত ।আমি আজ আপনাদের সাথে আমার সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা বলব ।আমি তখন খুব ছোট,ক্লাস সেভেনে পড়ি ।আমার মামা বাড়ি কেরানীগঞ্জ ।ডিসেম্বর মাস ।স্কুল ছুটি ।তাই আমি আমার বাবা-মার সাথে মামা বাড়ি বেড়াতে যাই ।সভাবতই ডিসেম্বর মাসে শীতকাল থাকে ।আমার মামাতো বোন তার স্কুলের সাংস্কৃতিক ক্লাবে জড়িত ।অনেকদিন থেকেই সে তার স্কুলের ১৬-ই ডিসেম্বর এর একটি অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলো ।অবশেষে ১৬-ই ডিসেম্বর এ আমি এবং এলাকার কিছু ছেলে একসাথে অনুষ্ঠান দেখার জন্য রওনা হই ।এই আনুষ্ঠানটি যেখানে হবে সেটা আমাদের বাড়ি থেকে একটু বেশী দূরে ।সেখানে যাবার জন্য দুটি রাস্তা আছে ।একটি রাস্তা দিয়ে যাবার সময় একটি পুরানো বাড়ি পরে আর অপরটিতে পড়ে একটি সিনেমা হল ।আমরা যাবার সময় দিতীয় পথটি দিয়ে যাই ।অনুষ্ঠান খুব ভালো হয় এবং শেষ হয় রাত ১০ টায় ।আমাদের এখানে তখন রাত ৯ টার পর কোনো গাড়ি বা রিক্সা পাওয়া খুব কঠিন হয় ।তাই আমরা সবাই হেটে হেটে বাসায় যাচ্ছি ।আমাদের মধ্যে একটি ছেলে ছিল যে খুব সাহসী ছিল ।আমরা সবাই অনেক মজা করতে করতে আসছিলাম ।এরই মাঝে সে বলল যে সে ওই পুরানো বাড়ির দিয়ে যাবে ।আমরা অনেক নিষেধ করলাম কিন্তু সে শুনলো না ।সে ওই পথে চলে গেলো ।
আমরা তখন ২ জন ছিলাম। আমরা সিনেমা হলের সামনের রাস্তাটি দিয়ে বাসার দিকে হাটা শুরু করলাম। যখন সিনেমা হলের সামনে আসলাম তখন হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেলো । আমরা প্রথমে একটু ভয় পেয়েছিলাম কিন্তু পরে আবার হাটা শুরু করলাম । আমরা দুইজন একসাথেই হাটছিলাম।হঠাৎ করেই আমার বন্ধুটি দাঁড়িয়ে গেলো ।আমি কি হয়েছে জিজ্ঞেস করাতে সে কিছু না বলে শুধুমাত্র হাত দিয়ে ইশারা করলো যে তার ডানপাশে কিছু একটা আছে ।আমিও পরে তাকালাম ।তাকানোর পর যা দেখলাম তাতে করে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেলো । দেখি যে একটি বড় শিমুল গাছ আর সেখানে একটি ১৫-১৭ বছরের মেয়ে দাঁড়িয়ে আছে ।তার গায়ে সাদা রঙের একটি কাপড় । চোখ দুটো অনেক লাল,মুখে একটি বড় কাটা দাগ ।এই দৃশ্য দেখে আমরা ভয়ে দৌড় দেই । অনেকটা সময় দৌড়ানোর পর একটি মানুষকে দেখতে পাই যে অনুষ্ঠান দেখে বাসায় ফিরছিলো । আমরা তাকে অনুরোধ করলাম যে সে যেন আমাদের বাসায় পৌছানোতে সাহায্য করে ।আমার মামাকে এলাকার সবাই চিনে । তাই আমার পরিচয় দেয়াতেই সে রাজি হলো । অবশেষে রাত ১১ টা ৪০ মিনিটের দিকে আমরা বাসায় আসি । পরদিন সকালে অপুকে (যে ছেলেটি পুরানো বাড়ির রাস্তা দিয়ে এসেছিলো) সব ঘটনা বলি । তার উত্তরে আমরা যা শুনলাম তাতে আমার চোখ বড় বড় হয়ে গেল । সে বলল যে সেই মেয়েটিকে সে ওই পুরনো বাড়ির দরজার সামনে দেখেছে । তাহলে আমরা তিনজনেই যে মেয়েটিকে দেখলাম সে কে ছিলো ? এর উত্তর আমি আজও পাইনি ।

(সংগৃহীত)

top

 

Post #203

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!