
একদিন এক হোটেলে হোটেলওয়ালা তার এক বন্ধুর সঙ্গে গল্প করছিল। এমন সময় তারা দেখতে পেল গোপাল হোটেলের সামনে দাঁড়িয়ে আছে। বন্ধুটি হোটেলওয়ালাকে জিজ্ঞেস করল, ‘ওই লোকটাকে জব্দ করতে পারবে?’ হোটেলওয়ালা আত্মবিশ্বাসের সঙ্গে বলল, ‘এ আর এমন কি!’ তখন গোপাল রাস্তায় দাঁড়িয়ে তার এক বন্ধুর জন্য অপেক্ষা করছিল। হোটেলে তখন মাংস রান্না হচ্ছিল, যার সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছিল। হঠাৎ হোটেলওয়ালা গোপালকে জব্দ করার জন্য ছুটে এসে বলল, ‘মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসের গন্ধ শুঁকছেন নিশ্চয়ই, এবার দাম দিন!’ গোপাল অবাক হয়ে বলল, ‘আমি মাংসের গন্ধ শোঁকার জন্য এখানে দাঁড়াইনি, বরং বন্ধুর জন্য অপেক্ষা করছি। এই রাস্তা সরকারের, তাই তোমার বলার কিছুই নেই।’ হোটেলওয়ালা জবাব দিল, ‘ঘ্রাণের অর্ধ-ভোজনং – গন্ধ শুকলেই অর্ধেক খাওয়া হয়ে যায়। এক ডিশ মাংসের দাম আট আনা, তাই অর্ধেক দাম চার আনা আপনাকে দিতেই হবে।’ তখন আট আনা দিয়ে বড় এক প্লেট মাংস পাওয়া যেত। গোপাল তখন পকেট থেকে চার আনার একটি সিকি বের করে হোটেলওয়ালার কানের কাছে ঠং ঠং করে বাজিয়ে আবার পকেটে রেখে দিল। তারপর বলল, ‘যদি ঘ্রাণে অর্ধেক খাওয়া হয়, তবে শ্রবণেও অর্ধেক পাওয়া হলো। মাংসের গন্ধের দাম তুমি পেয়ে গেছো!’ পথচারীরা এই বুদ্ধিদীপ্ত উত্তর শুনে হো হো করে হেসে উঠল। হোটেলওয়ালা মুখচোরা হয়ে ভেতরে চলে গেল। গোপালকে জব্দ করতে এসে সে নিজেই জব্দ হয়ে গেল!