
একদা এক গ্রামে এক হাতুড়ে ডাক্তার ছিল। সেই হাতুড়ে ডাক্তার এক রোগীকে দেখতে এসেছে। অন্যান্য ডাক্তাররা সেই রোগীটিকে দেখে বলে গেছেন অনেক দিন ভোগান্তি আছে বটে তবে ভয় করবার কিছুই নেই।
কিন্তু হাতুড়ে ডাক্তার তাকে পরীক্ষা করে বলল- তোমার বৈষয়িক কাজকর্ম কিছু যদি থেকে থাকে তো তা সব মিটিয়ে ফেলো। কারণ আমি বেশ বুঝতে পারছি বড় জোর কাল অবধি তোমার আয়ু। এই কথা বলে হাতুড়ে ডাক্তারটি বিদায় নিল।
কয়েকদিন পর অসুস্থ লোকটা বিছানা ছেড়ে বাইরে বেরিয়েছে। শরীর তার খুব দুর্বল, মুখ ফ্যাকাশে কোনো রকমে সে চলতে পারছিল। তাকে দেখেই হাতুড়ে ডাক্তারটি বলে উঠল- নমষ্কার। তা ওখানকার (পরলোকের) খবর কি বলো?
রুগিটি বলল- খবর সব এক রকম ভালোই। কারণ লিথে নদীর মিঠে জল প্রাণ ভরে খাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ- একটা কথা- সেদিন- যম আর নরকাসুরের মধ্যে যে সব কথা হচ্ছিল তাতে বুঝতে পারলাম এখানকার ডাক্তারদের ওপর তারা বড্ড রেগে রয়েছেন- কারণ ডাক্তাররাই তো লোকদের মরতে দিচ্ছে না।
অবশেষে তারা একটি লিস্ট তৈরি করে ফেললেন, যে সব ডাক্তাররা শাস্তি পাবার যোগ্য। তোমার নামটাও আর কি! আমি তখন নতজানূ হয়ে অনেক অনুনয় করাতে তবে তারা তোমার নামটা বাদ দেন।
আমি তখন তাদের কাছে দিব্যি করে বললাম, তোমাকে সত্যিকারের ডাক্তার বলে যারা প্রচার করেছে তারা ডাহা মিথ্যাবাদী।
উপদেশ: হাতুড়েদের কখনো বিশ্বাস করতে নেই।