অবিশ্বাস কিন্তু সত্যি

আমার নাম গাজী রেজা। আমি CTG তে থাকি। আমি IIUC তে BBA করছি। একজন মুসলিম হিসেবে জ্বীন বিশ্বাস করি, কিন্তু জীবনে কখনো দেখিনি বলে হয়ত বিশ্বাসটা খুব বেশি গাঢ় ছিল না। আমি খুব ভীতু, তবে এইসব বিষয়ে আমার আগ্রহ ছিল অনেক বেশি। এবার মূল ঘটনাটায় যাওয়া যাক।

আমি আমার ছোট নানুর বাসা থেকে ২০০৮ সালে SSC exam দিয়েছিলাম। আমি প্রতি বৃহস্পতিবার আমার বাসায় যেতাম আর শুক্রবার রাতে আবার নানুর বাসায় ফিরে আসতাম। ঘটনাটা ২০০৭ সালের। একবার আমি বৃহস্পতিবার আমার বাসায় আসলাম। প্রথমেই বলে রাখি, আমার নানুদের বিল্ডিংটা ছিল ৬ তলা। ৬ তলায় মোট ১২টা ফ্ল্যাট ছিল। নানুরা ছিল নিচ তলায়।

শুক্রবার সকালে হঠাৎ আমার নানু ফোন করে এক অদ্ভুত ঘটনা বলল। উনি বললেন, ভোর ৪টার দিকে নাকি উপরের তলার সবাই এসে নানুর দরজা নক করতে লাগল। আমার নানা দরজা খুলতেই সবাই নানাকে বলল, “ছাদ থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ আসছিল।” কান্নার আওয়াজ শুনে তারা কেউ ভয়ে ছাদে যাওয়ার সাহস পেল না। আমার নানা অনেক সাহসী এবং ফরহেজগার ছিলেন, তাই সবাই আমার নানাকে ব্যাপারটা বলল।

আমার নানা ছাদে দরজা খুলেই দেখলেন, একটা ছোট ১১-১৩ বছরের মেয়ে ছাদের এক কোণায় বসে বসে কাঁদছে। মেয়েটার চোখে-মুখে ছিল ভয়ের ছাপ এবং শরীরের কিছু জায়গায় অদ্ভুত চিকন আঁচড়ের দাগ। সবাই মিলে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনল। সবাই তো পুরো অবাক, কারণ ছাদের বাইরে তালা মারা, নিচে গেইটে তালা মারা থাকে। মেয়ে টা এত ভোরে ছাদে এল কীভাবে? কেউই কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না। রাত ১০টার পর গেইট, ছাদের দরজা সব তালা মারা থাকে। ঐ মেয়েটার ছাদে থাকার কোনো সুযোগই ছিল না।

মেয়েটাকে জিজ্ঞেস করা হলে প্রথমে সে ভয়ে কিছুই বলতে পারল না। পরে সে সব ঘটনা খুলে বলল। মেয়েটার ভাষায়, “সে নাকি পাশের এক এলাকায় এক বাসায় কাজ করে। রাত ১০:৩০-১১টার দিকে সে ময়লা পানি ফেলতে পিছনের দরজা দিয়ে বের হয়। সে যখনই পানি ছুঁড়ে বাইরে ফেলে, ঠিক তখনই পিছন থেকে কিছু একটা এসে তাকে খামচি দিয়ে ধরে, আর মেয়ে টা দেখে যে ওটা তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। মেয়ে টা ভয়ে এবং ব্যথায় সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। পরে যখন তার জ্ঞান ফিরে, সে দেখতে পাই যে সে ছাদে।”

মেয়েটাকে পরে তার মালিকের বাসায় ফিরিয়ে দেওয়া হলো। আমি ঐদিন নানুর বাসায় গিয়ে বিল্ডিং এর সবাইকে ব্যাপারটা জিজ্ঞেস করলাম। ঐ ঘটনা আমি ছাড়া বিল্ডিং এর সবাই দেখেছিল। আমি অনেক চেষ্টা করেও আজও ঐ ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি।

(এই ঘটনার পর আমি আমার জীবনে আরো অনেক ভৌতিক ঘটনা শুনি। আমাদের নতুন বাসায় অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। আস্তে আস্তে সব শেয়ার করব, ইনশাল্লাহ।)

নদী ভ্রমনের এক রাত

অচেনা জগত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *