অন্যের প্রশংসা করুন

এক রাজা ছিলেন- যার একটা চোখ এবং একটা পা ছিল। তিনি অনেক চিত্রশিল্পীকে জিজ্ঞেস করলেন উনার একটা সুন্দর ছবি একেঁ দিতে পারবে কিনা। কিন্তু কেউ সাহস করতে পারল না।

পারবেই বা কিভাবে , এক চোখ আর এক পা না থাকলে কেমন করে কারো ছবি সুন্দর করে আকাঁ যায় ? কিন্তু একজন রাজার কথায় রাজি হল এবং অনেক ভেবে চিন্তে একটা ছবি আকাঁ শুরু করল। সবাই ছবিটা দেখে মুগ্ধ হয়ে গেল। রাজা উনার ছবি দেখে অনেক খুশী হলেন।

ছবিতে রাজা এক পায়ে দাঁড়িয়ে এক চোখ বন্ধ করে শিকারকে শিকার করার জন্য নিশানা ঠিক করছেন।
উপদেশঃ অন্যের দুর্বলতা বা ত্রুটি নয়, ভাল দিকগুলোর প্রশংসা করার মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায়, যা হয়তো তার ত্রুটি বা অর্থহীন সমালোচনা করে পাওয়া যায় না।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!