অন্যকে সুখে রাখুন, নিজে সুখী হবেন

এক অন্ধ লোক রাস্তার পাশেই বেলুন বিক্রি করতো। কিন্তু সেগুলো ছিল সাদা-কালো। রঙিন কোনো বেলুন তার কাছে ছিল না। কারণ লোকটি সাদা-কালো ও রঙিনের পার্থক্য বুঝতও না।

একদিন একটি ছোট বাচ্চা বেলুন কিনতে এসে বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলো—“কাকু, তুমি শুধু সাদা-কালো বেলুন বিক্রি করো কেন? রঙিন নেই কেন?”

তখন লোকটি বাচ্চাটিকে বললেন—“আসলে বাবু, আমি তো অন্ধ। আমার কাছে সব বেলুন একই রকম। রঙিন কোনো কিছুই তো আমার চোখে দেখা যায় না। তাই শুধু সাদা-কালো বেলুনই বিক্রি করি।”

বাচ্চাটি চলে যাওয়ার সময় বলল—“ঠিক আছে কাকু। কিন্তু তোমার কাছ থেকে যারা বেলুন কেনে, তারা তো অন্ধ নয়। তারা তো রঙিন আর সাদা-কালোর তফাৎ বোঝে।”

অন্ধ লোকটি একথা শোনার পরও বেলুন বিক্রি করে। তবে বেলুনগুলো রঙিন।

উপদেশঃ মাঝে মাঝে নিজের সুখকে বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন। এতে স্বর্গীয় সুখ পাবেন এবং আত্মার তৃপ্তি অর্জিত হবে।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!