ডাক্তারঃ আপনি পাগল হলেন
কিভাবে?
.
পাগলঃ “আমি এক
বিধবা মেয়েকে বিয়ে করেছিলাম
তার
একটা যুবতী মেয়ে ছিল ।
সেই যুবতী মেয়েকে আবার আমার
বাবা বিয়ে করেছে। এভাবে আমার
বাবা আমার জামাই হল ।
আবার আমার মেয়ে হয়ে গেল
আমার
মা ।ওই
ঘরে একটা তাদের
একটা মেয়ে হয়েছে
যা আমার
বোন কিন্তু আমি ওই
মেয়ের নানির
স্বামী ছিলাম,
এভাবে আমি তার
নানা হয়ে গেলাম ।
একইভাবে, আমার
ছেলে তার দাদির
ভাই হয়ে গেলো ,
আর আমি আমার
ছেলের ভাগ্নে হয়ে গেলাম। আর
আমার
ছেলে তার দাদার
শালা হয়ে গেলো আর……
.
ডাক্তারঃ “চুপ !! একদম
চুপ!! এখন
কি আমাকে পাগল
বানাবি নাকি !!
–সংগৃহীত
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।