হিজরী সনের প্রবর্তন
খলিফা হযরত ওমর (রাঃ) ইসলামী মুদ্রার পরপরই হিজরী সন চালু করলেন। ৬৩৮ ঈসায়ী ১৬ হিজরী, মজলিশে-শুরার অধিবেশন চলতে ছিল। একটি খড়সা কাগজে লেখা ছিল,শাবান।
তখন হযরত ওমর (রাঃ) প্রশ্ন করলেন, কোন বছরের শাবান, চলতি বছরের নাকি গত বছরের? এরপর তিনি প্রয়োজনের তাগিদেই সন প্রবর্তনের জন্য অধিবেশনে প্রস্তাব করলেন। আলোচনার সময় অনেকেই বললেন, ইরানের সন গ্রহণ করতে, আবার কেউ বললেন রোমানদের।
সবশেষে তাসাউফের জড় জ্ঞানের দরজা’ হযরত আলী (রাঃ) প্রস্তাব দিলেন হযরত মুহাম্মদ (সাঃ) এর মক্কা হতে মদীনাতে হিজরত’ করার মত বিশ্ববিখ্যাত ইসলামের বিশেষ এ ঘটনা কেন্দ্র করে ইসলামী সন গণনা করা অবশ্যই উচিত। সর্বসম্মতিক্রমে এ প্রস্তাবটি গ্রহণ করা হল।