হযরত যায়েদ বিন সাবিত (রাঃ)-এর চোর জ্বিন
হযরত যায়েদ বিন সাবিত (রাঃ) একদিন তাঁর (বাগান অথবা বাড়ির) পাঁচিলের কাছে লাফানোর আওয়াজ শুনতে পেয়ে বলেন, কী ব্যাপার?
তখন এক জ্বিন বলে, আমাদের উপর দুর্ভিক্ষ পড়েছে। তাই আমি আপনার ফল থেকে কিছু নিতে চাচ্ছি। উপহার স্বরূপ আপনি কিছু দেবেন কি? হযরত যায়েদ বিন সাবিত (রাঃ) বলেন, কেন দেন না।
এরপর তিনি বলেন, আচ্ছা, তুমি কি সেকথা আমাদের বলবে না, যার মাধ্যমে আমরা তোমাদের অনিষ্ট থেকে সুরক্ষিত থাকব? তো জ্বিনটি বলে, তা হল আয়াতুল কুরসী।