হযরত মুহাম্মদ (সাঃ)-কে দাদা আবদুল মুত্তালিবের প্রতিপালন

মাতা পিতা হারা এতীম শিশু মুহাম্মাদের করুন অবস্থা দেখে আবদুল মুত্তালিবের হৃদয় চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল। তিনি তাঁর লালন পালনের সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করলেন। তাতে অত্যন্ত স্নেহ করতে লাগলেন। আবদুল মুত্তালিব তখন বৃদ্ধাবস্থায় পৌঁছে গিয়েছেন।

দু’বছর পর অর্থাৎ হযরত মুহাম্মাদ মোস্তফা এর আট বছর বয়সে আবদুল মুত্তালিব ১২০ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। আট বছরের শিশু মাতা-পিতা হারা এবং সর্বশেষে আশ্রয় দাদা হারা হয়ে দাদার লাশের পিছনে পিছনে মর্মভেদী বেদনার কেঁদে কেঁদে চলেন। আবদুল মুত্তালিব মৃত্যুর প্রাক্কালে তাঁর পুত্র আবু তালেবকে ডেকে এনে প্রিয় পৌত্র বালক মুহাম্মাদকে আবু তালেবের হাতে তুলে দেন। তাঁর যথাযথ আদর যত্ন এবং তত্ত্বাবধানের জন্য আবু তালেবকে বিশেষভাবে অসিয়ত করে যান।

আবু তালেব পিতার অছিয়ত পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেন এবং স্বীয় এতীম ভ্রাতুষ্পুত্রকে আপন ছেলে হতেও অধিক আদর যত্নে লালন পালন করেন। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ভাতিজিকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেননি।

আরো পড়তে পারেন...

প্রতারণার কোয়ান্টাম মেথড

কয়েক মাস আগে কেন্দ্রীয় লাইব্রেরি মিলনায়তনের একটি অনুষ্ঠানের খবর আমরা জানতে পারি পরদিন প্রকাশিত দেশের…

সৌভাগ্যের ভেজাল চিঠি

কয়েকদিন আগে একটা চিঠি পেয়েছি, ডাকযোগে। টাইপ করা চিঠিটাতে কোন নাম ঠিকানা ছিল না, খামের…

বুনো রাজা ও রাজকুমারী– শ্রী ক্ষিতীশচন্দ্র কুশারী

এক বুনো রাজা। বনেই তাঁর রাজত্ব। যত অসভ্য জংলী তাঁর প্রজা। প্রজাদের ঘর নেই, দোর…

হযরত মুহাম্মদ (সাঃ)-কে দাদা আবদুল মুত্তালিবের প্রতিপালন

মাতা পিতা হারা এতীম শিশু মুহাম্মাদের করুন অবস্থা দেখে আবদুল মুত্তালিবের হৃদয় চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল। তিনি তাঁর লালন পালনের সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করলেন। তাতে অত্যন্ত স্নেহ করতে লাগলেন। আবদুল মুত্তালিব তখন বৃদ্ধাবস্থায় পৌঁছে গিয়েছেন।

দু’বছর পর অর্থাৎ হযরত মুহাম্মাদ মোস্তফা এর আট বছর বয়সে আবদুল মুত্তালিব ১২০ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। আট বছরের শিশু মাতা-পিতা হারা এবং সর্বশেষে আশ্রয় দাদা হারা হয়ে দাদার লাশের পিছনে পিছনে মর্মভেদী বেদনার কেঁদে কেঁদে চলেন। আবদুল মুত্তালিব মৃত্যুর প্রাক্কালে তাঁর পুত্র আবু তালেবকে ডেকে এনে প্রিয় পৌত্র বালক মুহাম্মাদকে আবু তালেবের হাতে তুলে দেন। তাঁর যথাযথ আদর যত্ন এবং তত্ত্বাবধানের জন্য আবু তালেবকে বিশেষভাবে অসিয়ত করে যান।

আবু তালেব পিতার অছিয়ত পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেন এবং স্বীয় এতীম ভ্রাতুষ্পুত্রকে আপন ছেলে হতেও অধিক আদর যত্নে লালন পালন করেন। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ভাতিজিকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেননি।

আরো পড়তে পারেন...

মুগীরা ইবন শু’বা (রা)

নাম আবু আবদিল্লাহ মুগীরা, পিতা শু’বা ইবন আবী আমের। আবু আবদিল্লাহ ছাড়াও আবু মুহাম্মাদ ও…

সাপের তওবা

একটি সাপের ঘটনা বর্ণনা করছি। আমার কাছে যারা তালীম গ্রহন করতে আসে প্রথমেই আমি কাউকে…

আবদুল্লাহ ইবন হুজাফাহ আস-সাহমী-(রা)

আবু হুজাফাহ আবদুল্লাহ নাম। পিতার নাম হুজাফাহ। কুরাইশ গোত্রের বনী সাহম শাখার সন্তান। ইসলামী দাওয়াতের…