হযরত মুহাম্মদ (সাঃ)-কে দাদা আবদুল মুত্তালিবের প্রতিপালন
মাতা পিতা হারা এতীম শিশু মুহাম্মাদের করুন অবস্থা দেখে আবদুল মুত্তালিবের হৃদয় চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল। তিনি তাঁর লালন পালনের সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করলেন। তাতে অত্যন্ত স্নেহ করতে লাগলেন। আবদুল মুত্তালিব তখন বৃদ্ধাবস্থায় পৌঁছে গিয়েছেন।
দু’বছর পর অর্থাৎ হযরত মুহাম্মাদ মোস্তফা এর আট বছর বয়সে আবদুল মুত্তালিব ১২০ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। আট বছরের শিশু মাতা-পিতা হারা এবং সর্বশেষে আশ্রয় দাদা হারা হয়ে দাদার লাশের পিছনে পিছনে মর্মভেদী বেদনার কেঁদে কেঁদে চলেন। আবদুল মুত্তালিব মৃত্যুর প্রাক্কালে তাঁর পুত্র আবু তালেবকে ডেকে এনে প্রিয় পৌত্র বালক মুহাম্মাদকে আবু তালেবের হাতে তুলে দেন। তাঁর যথাযথ আদর যত্ন এবং তত্ত্বাবধানের জন্য আবু তালেবকে বিশেষভাবে অসিয়ত করে যান।
আবু তালেব পিতার অছিয়ত পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেন এবং স্বীয় এতীম ভ্রাতুষ্পুত্রকে আপন ছেলে হতেও অধিক আদর যত্নে লালন পালন করেন। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ভাতিজিকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেননি।