তাওয়াফকারী জ্বিন হত্যার বদলায় দাঙ্গা

জাহিলিয়াতের যুগে যী তুওয়া উপত্যকায় থাকত এক জ্বিন মহিলা। তার কেবল একটি ছেলে ছিল। আর কোনও সন্তান ছিল না। জ্বিন মহিলাটি তার সেই একমাত্র ছেলেকে খুব ভালোবাসত। ছেলেটি তার গোত্রের মধ্যেও ছিল বড় সম্মানের পাত্র।

একসময় ছেলেটি বিয়ে করে। স্ত্রীর কাছে যায়। তারপর সাতদিন পার হতে তার মাকে বলে- মা আমি কাবাঘরে দিনের বেলা সাতবার তাওয়াফ করতে চাই। তার মা বলে – খোকা, তোমার (তাওয়াফের) কথা শুনে কুরাইশ বংশের কিছু মানুষের ব্যাপারে আমার ভয় হচ্ছে। ছেলেটি বলে- আশা করি আমি নির্বিগ্নে নিরাপদে ফিরে আসব।

সুতরাং তার মা তাকে অনুমতি দিল এবং সে এক সাপের রূপ ধরে রওনা হল। সাতবার বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করল। তারপর ফিরে আসতে লাগল। তখন বনী সাহম গোত্রের এক যুবক (তাকে দেখতে পেয়ে) তার কাছে এগিয়ে এল এবং তাকে মেরে ফেলল। ফলে মক্কায় দাঙ্গার আগুন জ্বলে উঠল। এমনকি পাহাড় পর্যন্ত দেখা যাচ্ছিল না।

হযরত তুফাইল (রহঃ) আরও বর্ণনা করেছেনঃ আমরা শুনেছি, অমন মর্যাদার লড়াই খুব বড় ধরনের মান্যগণ্য জ্বিনের হত্যার বদলাতেই সংঘটিত হয়। সকাল হতে দেখা গেল, বনী সাহম গোত্রের বহু মানুষ আপন আপন বিছানায় মরে পড়ে আছে। সেই যুবক ছাড়াও সত্তর জন বুড়োও শেষ হয়েছিল।

বর্ণনাকারী হযরত আবূ তুফাইল (রহঃ)

তাওয়াফকারী জ্বিন হত্যার বদলায় দাঙ্গা

জাহিলিয়াতের যুগে যী তুওয়া উপত্যকায় থাকত এক জ্বিন মহিলা। তার কেবল একটি ছেলে ছিল। আর কোনও সন্তান ছিল না। জ্বিন মহিলাটি তার সেই একমাত্র ছেলেকে খুব ভালোবাসত। ছেলেটি তার গোত্রের মধ্যেও ছিল বড় সম্মানের পাত্র।

একসময় ছেলেটি বিয়ে করে। স্ত্রীর কাছে যায়। তারপর সাতদিন পার হতে তার মাকে বলে- মা আমি কাবাঘরে দিনের বেলা সাতবার তাওয়াফ করতে চাই। তার মা বলে – খোকা, তোমার (তাওয়াফের) কথা শুনে কুরাইশ বংশের কিছু মানুষের ব্যাপারে আমার ভয় হচ্ছে। ছেলেটি বলে- আশা করি আমি নির্বিগ্নে নিরাপদে ফিরে আসব।

সুতরাং তার মা তাকে অনুমতি দিল এবং সে এক সাপের রূপ ধরে রওনা হল। সাতবার বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করল। তারপর ফিরে আসতে লাগল। তখন বনী সাহম গোত্রের এক যুবক (তাকে দেখতে পেয়ে) তার কাছে এগিয়ে এল এবং তাকে মেরে ফেলল। ফলে মক্কায় দাঙ্গার আগুন জ্বলে উঠল। এমনকি পাহাড় পর্যন্ত দেখা যাচ্ছিল না।

হযরত তুফাইল (রহঃ) আরও বর্ণনা করেছেনঃ আমরা শুনেছি, অমন মর্যাদার লড়াই খুব বড় ধরনের মান্যগণ্য জ্বিনের হত্যার বদলাতেই সংঘটিত হয়। সকাল হতে দেখা গেল, বনী সাহম গোত্রের বহু মানুষ আপন আপন বিছানায় মরে পড়ে আছে। সেই যুবক ছাড়াও সত্তর জন বুড়োও শেষ হয়েছিল।

বর্ণনাকারী হযরত আবূ তুফাইল (রহঃ)

আরো পড়তে পারেন...

ড. মুহম্মদ শহীদুল্লাহ

ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ মনীষী, শিক্ষাবিদ, ভাষাবিদ, লেখক, গবেষক ও সমাজ সংস্কারক।…

অপু ও ফলচুরি রহস্য

মহানগরের কোলাহলের মাঝে, ব্যস্ত জনপথের কিছুটা দূরে একফালি সবুজ ল্যান্ডস্কেপ । সদ্য গড়ে ওঠা আবাসন…

মাতৃভক্তি

রংধনু আসরের শিশু-কিশোর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কবি কালিদাস রায় তার ‘মাতৃভক্তি’ কবিতাটি পড়েছো। এ কবিতায়…