হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্মের পূর্বে জমজম কূপের পুনঃখনন-৩য় পর্ব
হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্মের পূর্বে জমজম কূপের পুনঃখনন-২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন
আবদুল মুত্তালিব নিরুপায় হয়ে হারেছকে নিয়েই ঐ কূপ খনন করতে লাগলেন। যখন দৃঢ় মনোবলে আল্লাহ পাকের উপর ভরসা করে আল্লাহ পাকের আদেশ পালনে ব্রত হলন, গায়েবী সাহায্য তাঁর সাথী হয়ে গেল, পিতা পুত্রের যৌথ প্রচেষ্টায় কিছু মাটি খনন করার পরই ঐ সকল অস্ত্র ও স্বর্ণের হরিণী দেখতে পেলেন যা ওটাতে পুতে রাখা হয়েছিল। এতে তাঁর অন্তরে পূর্ণ আশার সঞ্চার হল রবং অতি অল্প সময়ের মধেই জমজমের পানি সবেগে উপরের দিকে উঠতে লাগলো। এভাবে তিনি জমজম কূপের পুনরুদ্ধারের সৌভাগ্য অর্জন করলেন। আবদুল মুত্তালিব অতিশয় আনন্দিত হলেন এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। এ ঘটনায় আবদুল মুত্তালিবের সম্মান বহুগুণে বৃদ্ধি পেল। কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের মানব জাতির উপর অক্ষয় গৌরবের অধিকারী হয়ে গেলেন। এরপর আল্লাহ পাক আবদুল মুত্তালিবকে একে একে দশটি সন্তান দান করলেন। যাদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন আবদুল্লাহ, যার মধ্যে ছিল নূরে মোহাম্মদীর ঝলক। তিনি অত্যন্ত সুপুরুষ ও বাহাদুর ছিলেন।
একদিন আবদুল মুত্তালিব কাবা গৃহের আঙ্গিনায় নিদ্রা যাচ্ছিলেন। এমন সময় স্বপ্নে দেখেন কেউ তাকে বলতেছেন, হে আবদুল মুত্তালিব পবিত্র কাবা গৃহের মালিকের জন্য তোমার মান্নত আদায় কর। আবদুল মুত্তালিব তাঁর পুরান মান্নতের কথা ভুলে গিয়েছিলেন। স্বপ্ন দেখার পর তিনি সকালে একটি দুম্বা জবেহ করে কুরবানী দিলেন এবং মিসকিনদেরকে খাওয়ায়ে দিলেন। কিন্তু পরবর্তী রাত্রে পুনরায় স্বপ্নে দেখেন, এটা হতে উত্তম প্রাণী কুরবানী করার পরদিন সকালে একটি গরু কুরবানী করে দিলেন। কিন্তু পরের রাত্রে পুনরায় অনুরূপ স্বপ্ন দেখেন এবং একটি উট কুরবানী করে দেন। কিন্তু তাতেও হল না। চতুর্থ রাত্রেও অনুরূপ স্বপ্ন দেখেন। তখন তিনি নিদ্রাবস্থায় ঐ ব্যক্তিকে প্রশ্ন করেন আপনি বলে দিন, আমি কোন জিনিস কুরবানী দিলে কাবা ঘরের মালিক সন্তুষ্ট হবেন, ঐ ব্যক্তি উত্তর দিল। তোমার পুত্রকে কুরবানী কর, যা তুমি মান্নত করেছিলে। এ স্বপ্ন দেখার পর আবদুল মুত্তালিব খুব চিন্তিত হয়ে পড়লেন। সকাল বেলা পুত্রদেরকে ডেকে স্বপ্নের বৃত্তান্ত খুলে বললেন। পুত্রগণ সকলেই সন্তুষ্ট চিত্তে আদি পিতা ইসমাইলের ন্যায় পিতার ছুরিতে জবেহ হওয়ার জন্য অপ্রত্যাশিত আগ্রহ ও সম্মতি প্রকাশ করল। পিতার প্রতি পুত্রদের অগাধ ভক্তি দেখে আবদুল মুত্তালিব খুবই আনন্দ লাভ করলেন। তিনি লটারী দিলেন। তাতে আবদুল্লাহর নাম আসল।
হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্মের পূর্বে জমজম কূপের পুনঃখনন-শেষ পর্ব পড়তে এখানে ক্লিক করুন