হযরত মুসা (আঃ) এর মোজেযাপূর্ণ নয়টি ঘটনা-১ম পর্ব
হযরত মুসা (আঃ) এর জীবনে অসংখ্য মোজেজা পূর্ণ ঘটনার যে সমাবেশ ঘটেছে। অন্যন্যা কোন নবীর জীবনে ঘটেনি। ঘটনার ধারাবাহিকতার মাঝে তার সীমিত কয়েকটি মোজেজার কথা তুলে ধরা হল।
হযরত মুসা (আঃ) সুদীর্ঘ দশ বছর তার শ্বশুর হযরত শোয়ায়েব (আঃ) এর নিকট থেকে বিদায় গ্রহন করে কিছু জরুরী মাল পত্র কিছু পশু ও বিবী ছফুরা কে নিয়ে মিশর এর উদ্দেশ্য যাত্রা করলেন। মাদায়েন থেকে কিছু দূর অগ্রসর হলে সন্ধ্যা নেমে আসে। তখন তারা সেখানে তাবু ফেলে রাত্রে যাপনের ইচ্ছা করলেন। বিবি সফুরা ছিলেন গর্ভবতী পথিমধ্যে তার প্রসব বেদনা শুরু হয়। হযরত মুসা (আঃ) এ অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। তদপুরি চতুর্দিক ঝড়-বৃষ্টি আরম্ভ হয়।
সকলের ধরনা ছিল অল্প সময়ের মধ্যে ঝড় শেষ হবে। কিন্তু ঘটনা ঘটলো তার বিপরীত। ঝড় ক্রমশ বৃদ্ধি পেল। ঠান্ডা বাতাসে সকলে কাঁপতে আরম্ভ করল। কিন্তু সঙ্গে আগুন জালানোর কোন ব্যবস্থা ছিল না। যাতে করে তারা এক ভয়াবহ সমস্যার সম্মুর্খীন হল। হযরত মুসা (আঃ) এখন তাবুর বাইরে এসে চারিদিকে তাকিয়ে দেখছিলেন কোথায়ও আলো আছে কি না। দূরে দেখলেন পাহাড়ের উপরে অনেক গুলা বাতি জ্বলছে। তখন তিনি সেখান থেকে আগুন সংগ্রহের আশায় সে দিকে রওনা দিলেন। ছফুরা কে বললেন তোমারা একটু সময় অপেক্ষা কর। আমি আগুন নিয়ে ফিরছি। হযরত মুসা (আঃ) আলো দেখে সে দিকে হাটতে লাগলেন। অনেক দূর গেলন, তবুও পাহাড়ের কাছে পৌঁছাতে পারলেন না।
মনে হল যেন পাহাড় টি ক্রমে দূরে সরে যাচ্ছে। তবুও তিনি প্রাণপণ ছুটতে লাগলেন। দীর্ঘ সময় পরে তিনি পাহাড় এ উঠলেন। তিনি সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখায় প্রশাখায় আগুন জ্বলছে। তখন তিনি শুকনো ডাল হাতে নিয়ে স্পর্শ করলেন যাতে ডালটিতে আগুন ধরে। কিন্তু বহু চেষ্ট করেও তিনি আগুন জ্বালতে পারলনা। তখন তিনি খুব হতাশ হয়ে পড়লেন। এমন সময় আল্লাহ তায়ালা বললেন হে মুছা! আপনি এখন তুয়া উপত্যাকায় পৌছায়েছেন। আপনি আপনার পায়ের জুতা খুলে নিন। আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখছেন ওহা আগুন নয়। উহা আমার নুরের উজ্জ্বলতা মাত্র। আমি আপনাকে আমার নবী হিসাবে পছন্দ করি। অতএব আপনি পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লা মুছা কালিমুল্লাহ। অতপর আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত নামাজ আদায় করুন। সমগ্র পৃথিবীর মানুষ কে এ কলেমার দাওয়াত দিন।
পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্টার লক্ষ্যে জিহাদ করুন। হযরত মুসা (আঃ) এর হাতে ছিল সে আষা। আল্লাহ তায়ালা হযরত মুসা (আঃ) কে প্রশ্ন করেন। হে মুছা! আপনার ডান হাতে ওটা কি? হযরত মুসা (আঃ) জবাব দিলেন ওটা আমার লাঠি। ওটার উপর আমি ঠেস দিয়ে বিশ্রাম করি। ওটা দ্বারা আমি মেষ এর জন্য পাতা পাড়ি। এ ছাড়া আমি এটা দিয়ে আরও অনেক কাজ করি। আল্লাহ তায়ালা নির্দশ দিলেন। আপনার লাঠিটা মাটিতে ফেলে দিন। হযরত মুসা (আঃ) লাঠিটা মাটিতে ফেলে দিলেন। অমনি সেটা একটা বিরাট অজগর এর রুপ করে। হযরত মুসা (আঃ) এই দৃশ্য দেখে ভয় পেলেন। তখন আল্লাহ তায়ালা বলেন, হে মুছা! আপনি অজগর টি ধরুন।
ভয় পাবেন না। ওটা পূর্বের অবস্তায় ফিরে আসবে। যখন হযরত মুসা (আঃ) ওটা কে ধরলেন তখন সেটা লাঠিতে পরিবর্তীত হল। পরবর্তী পর্যায়ে আল্লাহ তায়ালা হযরত মুসা (আঃ) কে বললেন আপনি আপনার হাত বগলের ভিতরে ঢুকান এবং একটু সময় পরে বের করুন। দেখবেন সে হাত অতি উজ্জ্বল। হযরত মুসা (আঃ) আল্লাহ তায়ালার আদেশে বগলের ভিতরে হাত গুজে বের করলেন। তখন দেখা গেল হাত খানি সুর্যের চেয়ে অধিক উজ্জ্বল বর্ণ ধারন করেছে। যাতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে।
সূত্রঃ কুর আনের শ্রেষ্ঠ কাহিনী
হযরত মুসা(আঃ) এর মোজেযাপূর্ণ নয়টি ঘটনা-২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন