হযরত বায়েজীদ বোস্তামী (রঃ) – শেষ পর্ব
হযরত বায়েজীদ বোস্তামী (রঃ) – পর্ব ২৬ পড়তে এখানে ক্লিক করুন
ইন্তেকালের পরঃ
ঐ রজনীতে তাঁর প্রিয় শিষ্য হযরত আবু মূসা (রঃ) অন্যত্র ছিলেন। তিনি স্বপ্নে দেখলেন, আল্লাহ্র আরশ মাথায় নিয়ে হযরত বায়েজীদ (রঃ) আসমানে ঘুরছেন। পরদিন ভোরেই স্বপ্নের তাৎপর্য জানায় জন্য তিনি মুরশিদের উদ্দেশ্যে রওনা হন। গিয়ে দেখেন, তাঁর মরদেহ নিয়ে লোকজন কবরস্থানের দিকে অগ্রসর হচ্ছে। আর এই দৃশ্য দেখে তিনি ছুটে গেলেন লাশবাহী খাটে কাঁধ লাগাতে। কিন্তু কাঁধ লাগাবার মতো সামান্যতম জায়গাও পেলেন না। তখন তিনি ঢুকে পড়লেন খাটের তলায়। আর খাটের সঙ্গে মাথা ঠেকিয়ে হাঁটতে লাগলেন।
এতক্ষন ধরে স্বপ্নের কথা তাঁর স্মরণে আসেনি। হঠাৎ তা মনে পড়ল। আর তখন মাথায় খাট নিয়ে চলতে চলতেই তিনি তন্দ্রাচ্ছিন্ন হয়ে পড়েন। আর ঐ অবস্থায় দেখলেন, হযরত বায়েজীদ (রঃ) বললেন, তুমি গত রাতে যে স্বপ্ন দেখেছিলেন, এই ঘটনাই তার ব্যাখ্যা।
আবু মূসা (রঃ) অবাক বিস্ময়ে সরবে বলে উঠলেন, সুবহানাল্লাহ! সবাই স্বপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকালেন। তিনি তাঁদের মনোভাব বুঝতে পেরে বললেন, এই মাত্র হযরত বায়েজীদ বোস্তামী (রঃ) স্বয়ং হাজির হয়ে আমার সঙ্গে কথা বলে গেলেন।