হযরত নুহের কাছে শয়তানের তওবার ভাঁওতা

হযরত আবুল আলিয়াহ (রহঃ) বলেছেনঃ হযরত নূহ (আঃ) এর নৌকা ছাড়ার সময়, নৌকার পিছন দিকে শয়তানকে উপস্থিত থাকতে দেখে, হযরত নূহ (আঃ) বলেন, তুই ধ্বংস হ! তোরই কারণে ডাঙার মানুষেরা ডুবে মরেছে! তুই ওদের সর্বনাশ করেছিস। 

ইবলীস বলে আমি কি করতে পারি?

হযরত নূহ (আঃ) বলেন, তুই তওবা কর।

ইবলীস বলে, তাহলে আপনি আল্লাহর কাছে জেনে দেখুন যে আমার তওবা কবুল হওয়ার সম্ভাবনা আছে কি না।

তো হযরত নূহ (আঃ) তখন আল্লাহর কাছে এ বিষয়ে দোয়া করেন। আল্লাহর পক্ষ থেকে জানানো হয় যে, ও যদি আদমের কবরে সাজদা করে, তাহলে ওর তওবা কবুল হতে পারে। হযরত নূহ (আঃ) শয়তানকে বলেন, তোর তওবার পদ্ধতি ঠিক হয়ে গেছে। 

শয়তান বলে, কিভাবে? হযরত নূহ (আঃ) বলেন, আদমের কবেরে তোকে সাজদা করতে হবে। শয়তান বলে, জ্যান্ত আদমকে আমি সাজদা করিনি, এখন মরা আদম কে কিভাবে সাজদা করতে পারি। 

আরো পড়তে পারেন...

ছোটগল্প: কেনাবেচা দরদাম — মাহবুব আলী

১. পোড়া চোখ, সে কিছু দেখেনি। দেখেও কিছু দেখেনি। বুঝেও কিছু বোঝেনি। বুড়ি মানুষ। সবকিছুতে…

রোমান সেনাপতি মাহানের তাঁবুতে খালিদ বিন ওয়ালিদ—আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

ইয়ারমুকের যুদ্ধ তখনও শুরু হয়নি। সম্রাট হেরাক্লিয়াসের প্রধান সেনাপতি মাহানের অধীনে কয়েক লক্ষ সৈন্য সম্পূর্ণ…

উবাদা ইবনে সামিতের শপথ রক্ষা—আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

খলীফা উমার (লা) শাসনকাল। মুয়াবিয়া তখন সিরিয়অর শাসনকর্তা। মদীনার খাযরাজ গোত্রের হযরত উবাদা ইবন সামিত…

হযরত নুহের কাছে শয়তানের তওবার ভাঁওতা

হযরত আবুল আলিয়াহ (রহঃ) বলেছেনঃ হযরত নূহ (আঃ) এর নৌকা ছাড়ার সময়, নৌকার পিছন দিকে শয়তানকে উপস্থিত থাকতে দেখে, হযরত নূহ (আঃ) বলেন, তুই ধ্বংস হ! তোরই কারণে ডাঙার মানুষেরা ডুবে মরেছে! তুই ওদের সর্বনাশ করেছিস। 

ইবলীস বলে আমি কি করতে পারি?

হযরত নূহ (আঃ) বলেন, তুই তওবা কর।

ইবলীস বলে, তাহলে আপনি আল্লাহর কাছে জেনে দেখুন যে আমার তওবা কবুল হওয়ার সম্ভাবনা আছে কি না।

তো হযরত নূহ (আঃ) তখন আল্লাহর কাছে এ বিষয়ে দোয়া করেন। আল্লাহর পক্ষ থেকে জানানো হয় যে, ও যদি আদমের কবরে সাজদা করে, তাহলে ওর তওবা কবুল হতে পারে। হযরত নূহ (আঃ) শয়তানকে বলেন, তোর তওবার পদ্ধতি ঠিক হয়ে গেছে। 

শয়তান বলে, কিভাবে? হযরত নূহ (আঃ) বলেন, আদমের কবেরে তোকে সাজদা করতে হবে। শয়তান বলে, জ্যান্ত আদমকে আমি সাজদা করিনি, এখন মরা আদম কে কিভাবে সাজদা করতে পারি। 

আরো পড়তে পারেন...

মুগীরা ইবন শু’বা (রা)

নাম আবু আবদিল্লাহ মুগীরা, পিতা শু’বা ইবন আবী আমের। আবু আবদিল্লাহ ছাড়াও আবু মুহাম্মাদ ও…

সাপের তওবা

একটি সাপের ঘটনা বর্ণনা করছি। আমার কাছে যারা তালীম গ্রহন করতে আসে প্রথমেই আমি কাউকে…

আবদুল্লাহ ইবন হুজাফাহ আস-সাহমী-(রা)

আবু হুজাফাহ আবদুল্লাহ নাম। পিতার নাম হুজাফাহ। কুরাইশ গোত্রের বনী সাহম শাখার সন্তান। ইসলামী দাওয়াতের…