হযরত উমরকে প্রচণ্ড ভয় করে শয়তান
হযরত সাঅদ বিন আবী ওয়াক্বক্বা (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) হযরত উমার (রাঃ)-কে বলেন-
ওহে খত্ত্বাব-নন্দন, (উমর (রাঃ))! যাঁর আয়ত্তে আমার জীবন, তাঁর কসম!- রাস্তার চলার সময় কখনও তোমার সাথে শয়তানের ভেট হয় না, শয়তান (তোমাকে এত ভয় করে যে) তোমার পথ ছেড়ে অন্য পথ ধরে।
হযরত বুরাইদাহ (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
ওহে উমর! শয়তান তোমাকে ভয় পায়।
হযরত আয়েশা (রাঃ) বর্ণনা করেন রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
জ্বীন ও মানুষের শয়তানদের আমি দেখেছি উমরের থেকে (ভয়ে) পালাতে।
হযরত হাফস (রাঃ) বর্ণনা করেছেন যে, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
উমরের ইসলাম ক্ববুলের পর থেকে
যখনই
শয়তান ওঁর মুখোমুখি হয়েছে,
মুখ গুঁজে পড়ে গেছে।