হযরত ঈসা (আঃ) এর অনুসারীদের আকাশ থেকে খাদ্য খাঞ্চা আনার দাবী

একদা হযরত ঈসা (আঃ) এর অনুসারীরা নিবেদন করল হে মারিয়াম পুত্র ঈসা! তোমার প্রতিপালক কি আমাদের জন্যে উর্ধ্বগগণ থেকে খাদ্য খাঞ্চা অবতরণ করতে সক্ষম? এ অদ্ভুত আবেদন শ্রবণ করে তিনি বললেন, তোমরা মহান প্রভুকে ভয় কর এবং এ ধরনের আবেদন থেকে বিরত থাক যদি তোমরা মহান স্রষ্টার একত্ববাদে বিশ্বাসী হয়ে থাক। পয়গাম্বরের কথা শ্রবণ করে তারা বললেন, আমাদের আকাংখা যে আমরা তা থেকে ভক্ষণ করব এবং আমাদের হৃদয় তা দ্বারা প্রশান্তি লাভ করবে। আর আমরা দৃঢ়তার সাথে অবগত হতে চাই যে আপনি আনাদেরকে সত্য বলেছেন এবং আমরা তার প্রত্যক্ষ সাক্ষী হিসাবে থাকতে চাই। অনুসারীদের  ঐ উক্তি শ্রবণ করে মারইয়াম পুত্র ঈসা (আঃ) বললেন, হে আমাদের মহান প্রভু প্রতিপালক! আমাদের জন্যে উর্ধ্বগগন হতে খাদ্য খাঞ্চা অবতরণ করুন। আজকের এ দিবস হবে আমাদের ও পরবর্তী সম্প্রদায়ের জন্যে আনন্দ উৎসব স্বরপ এবং আপনার পক্ষ হতে নিদর্শন। আপনি আমাদেরকে জীবন উপকরন দান করুন, আপনিই তো শ্রেষ্ঠ জীবন উপকরণ দাতা। তখন আল্লাহ্‌ তা’য়ালা বললেন অবশ্যই আমি তোমাদের নিকট তা অবতরণ করব। কিন্তু জেনে রেখ এরপর সত্য প্রত্যাখান কারীকে আমি এমন শাস্তি প্রদান করব যা জগতের কাউকে প্রদান করব না।

অতঃপর উর্ধ্বাকাশ হতে তাদের চোখের সামনে ফেরেশতা মারফত দুটি মেঘ মালার মাঝে আল্লাহ্‌ তা’য়ালা খাদ্য পরিপূর্ণ একটি রক্তিম বর্ণের খাঞ্চা অবতারণ করলেন। অতঃপর ঈসা (আঃ) তার অনুসারীদের নিয়ে খাঞ্চা থেকে খানা খেলেন।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।