হযরত ইব্রাহীম (আঃ)-এর স্ত্রী অপহরণ-২য় পর্ব
হযরত ইব্রাহীম (আঃ)-এর স্ত্রী অপহরণ -১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন
সায়েরাকে দাস-দাসীরা উত্তম রূপে গোসল করাল, আতর গোলাপ ও প্রসাধনী লাগিয়ে আরো সুন্দর করে তুলল, সর্বশেষে জড়ির পোশাক পরিচ্ছেদ তাঁকে ভূষিত করল। তখন তাঁর উজ্জ্বলতার চন্দ্রকেও হার মানিয়ে দিবার উপক্রম হল। এরপরে সায়েরাকে এনে রাজার সম্মুখে উপস্থিত করল। রাজা যুবতীর সৌন্দার্য দেখে বলল, এস রূপসী আমার কাছে এস, তোমার ন্যায় এত রূপসী নারী আমি আর জীবনে
দেখিনি। তাই তোমাকে আজ আমার উপভোগের সামগ্রী হিসেবে পেয়ে আমি ধন্য। এই বলে সে সায়েরার গায়ে হাত দিতে অগ্রসর হল। অমনি রাজার দু’খানি হাত অবশ হয়ে গেল। রাজা তখন পিছনের দিকে চলে আসল এবং সায়েরাকে অনুরোধ করে বলল, হে সতী নারী ! তুমি আমাকে মুক্তি দাও, আমার বিপদ দুরীভূত কর, আমি আর তোমাকে স্পর্শ করব না। সায়েরা তখন তাঁর জন্য দোয়া করলেন। রাজা হাতের শক্তি ফিরে পেল। এতপর দীর্ঘ সময় সায়েরাকে সম্মুখে নিয়ে বসে রইল।
সূত্রঃ কুর আনের শ্রেষ্ঠ কাহিনী
হযরত ইব্রাহীম (আঃ)-এর স্ত্রী অপহরণ -৩য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন