হযরত ইব্রাহীম (আঃ)-এর বিবাহ-৪র্থ পর্ব

হযরত ইব্রাহীম (আঃ)-এর বিবাহ-৩য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন

হযরত ইব্রাহীম (আঃ) রাজকন্যার বর হিসেবে সারা রাজ্যের বিরাট সম্মানের অধিকারী হলেন। আরাম আয়েসের আর কোন শেষ নেই। চাকর, নকর, দাস দাসী সর্বদা তাঁর চার পাশে হুকুমের অপেক্ষায় দণ্ডায়মান থাক্ত। এভাবে এখানে তাঁর বেশ কিছু দিন কেটে গেল। অতএব তিনি নবুয়াতের দায়িত্ব পালনের নিমিত্ত উদগ্রীব হয়ে উঠলেন এবং তাঁর স্ত্রী ও শ্বশুরের নিকট সিরিয়া যাত্রার কথা বললেন।

হযরত ইব্রাহীমের স্ত্রীর নাম ছিল সায়েরা । সায়েরা তাঁর স্বামীর সিরিয়া যাত্রার কথা শুনে তিনিও তাঁর সাথে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন। হযরত ইব্রাহীম (আঃ) স্ত্রীকে তাঁর পিতার অনুমতি গ্রহণের জন্য বললেন। সায়েরা তখন পিতার নিকট গিয়ে স্বামীর সাথে সিরিয়া যাত্রার অনুমতি প্রার্থনা করলেন। রাজা কন্যার আগ্রহ লক্ষ্য করে অনুমতি দিয়ে দিলেন।

রাজার অনুমতি লাভের পরে হযরত ইব্রাহীম (আঃ) নিজ স্ত্রীকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওয়ানা করলেন। তাঁদেরকে রাজকীয় বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করা হল এবং প্রচুর স্বর্ণ রৌপ্য তাদের সঙ্গে দিয়ে দেয়া হল যেন পথিমধ্যে  তাঁদের কোন অসুবিধা না হয়।

সূত্রঃ কুর আনের শ্রেষ্ঠ কাহিনী

হযরত ইব্রাহীম (আঃ)-এর বিবাহ-১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।