হযরত ইউসুফ আসবাত (রঃ) – পর্ব ১

হযরত ইউসুফ আসবাত (রঃ) তাবেঈদের সমসাময়িক যুগের সাধক। সাধারণতঃ তিনি আরাধনা করতেন লোকচক্ষুর অগোচরে। তিনি একজন বিখ্যাত যোহদ অর্থাৎ সংসারবিরাগী ছিলেন। উত্তরাধিকার সূত্রে তিনি সত্তর হাজার টাকার অধিকারী ছিলেন। কিন্তু নিজের জন্য এক কর্পদকও খরচ করেননি। খেজুর পাতার তৈরি তসমা বিক্রি করে তিনি জীবিকানির্বাহ করতেন। আর সমুদয় অর্থ বিতরণ করেন গরীব-দুঃখীদের মাঝে। একটি মাত্র দরবেশী জোব্বা পরিধান করে তিনি প্রায় চল্লিশ বছর কাটিয়ে দেন।

একবার হযরত ইউসুফ (রঃ) হোযায়ফা নামক এক দরবেশকে লিখেন- শুনতে পেলাম, আপনি দুটি মাত্র জোব্বার বদলে নিজ ধর্মকে বিক্রি করেছেন। আর তা করেছেন এভাবে যে, বাজারে কোন জিনিস কিনতে গেলে জিনিসের মালিক বা দাম বলেন, আপনি তার তিন ভাগের একভাগ দাম দেন। আর যেহেতু আপনি পুণ্যবান, পরিচিত, কাজেই দোকানী লজ্জায় কিছু বলতে পারে না। বাধ্য হয়ে কম দামেই তাকে জিনিস করতে হয়। তিনি আরও লিখেন, যে লোক ধনোপার্জনের জন্য কুরআন তিলাওয়াত করে,  সে যেন আল্লাহর সঙ্গে ঠাট্টা উপহাস করছে। আমার আশঙ্কা, আমাদের যে সৎ কর্মগুলি লোকসম্মুখে প্রকাশিত হয় তা আমাদের অপকর্মের চেয়ে বেশী ক্ষতি করে।

সূত্রঃ তাযকিরাতুল আউলিয়া

হযরত ইউসুফ আসবাত (রঃ) – শেষ পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।