হযরত ইউসুফ (আঃ) এর সৎ ভাইদের যুদ্ধ-৪র্থ পর্ব
হযরত ইউসুফ (আঃ) এর সৎ ভাইদের যুদ্ধ-৩য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন
হযরত ইউসুফ (আঃ)-এর নির্দেশ অনুসারে তাঁর ভাইয়েরা বিকাল বেলায় রাজদরবারে এসে উপস্থিত হল। হযরত ইউসুফ (আঃ) বেনিয়ামিনকে উত্তম রূপে সাজিয়ে নিজের পাশে বসালেন এবং ভাইদেরকে সেখানে ডাকলেন। ভাইয়েরা বেনিয়ামিনের চেহারা দেখে এবং তাঁর অবস্থান দেখে বলাবলি করতে লাগল। এ ব্যক্তি আজিজ মেছের নয় সে নিশ্চয় আমদের ভাই ইউসুফ। তা না হলে বেনিয়ামিনকে এত আদর করে এবং উত্তম সাজে সজ্জিত করে তাঁর পাশে বসালেন কেন? অন্যান্য ভাইয়েরা এ দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। কেউ কোন মন্তব্য করতে সাহসী হল না। শুধু অপলক চোখে ভ্রাতৃদ্বয়ের প্রতি তাকিয়ে রইল।
হযরত ইউসুফ (আঃ) ভাইদের চেহারার এক আমূল পরিবর্তন লক্ষ করলেন। তাই তিনি গম্ভীর কণ্ঠে ভাইদেরকে জিজ্ঞেস করলেন, “ তোমাদের পিতা অন্ধ হয়েছেন কেন? ভাইয়েরা বলল, তিনি ইউসুফের বিয়োগ ব্যথার অশ্রু বিসর্জন দিতে দিতে অন্ধ হয়েছেন। হযরত ইউসুফ (আঃ) বললেন, তোমাদের পিতা এ অশ্রু বিসর্জনের জন্য তোমার কি কোন রূপ দায়ী। একজনে বলে উঠল, তাঁকে বাঘে খেয়েছে তাই আমরা দায়ী হব কি করে? হযরত ইউসুফ (আঃ) বললেন, তোমরা এখন পর্যন্ত মিথ্যার আশ্রয় নিয়ে চলেছ। তোমাদের মৃত্যুদণ্ডের শাস্তি হওয়া উচিৎ। তোমরা কত বড় চক্ক্রান্তকারী তা বর্ণনা করা কঠিন। তোমরা ভাইকে হত্যা করার উদ্দেশ্যে কূপে নিক্ষেপ করেছ। বণিকেরা তাঁকে রক্ষা করলে তোমরা সামান্য দামে তাঁদের নিকট বিক্রয় করে দিয়েছ। পিতার নিকট গিয়ে বলেছ ইউসুফকে বাঘে খেয়েছে। তোমাদের ন্যায় অপরাধী পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় কাউকে দেখা যায় না। তোমরা সে সত্য ঘটনা এখানে ও গোপন করে জালিয়াতির আশ্রয় নিয়েছ। তোমাদেরকে আমি উপযুক্ত শাস্তি দিব।
তখন ভাইদের আর কিছু বুঝতে বাকী রইলনা। তাঁরা সাথে সাথে কেঁদে ফেলল এবং সমস্বরে বলে উঠল, ভাই ইউসুফ! তুমি আমাদের ক্ষমা কর। আমরা পশুর চাইতেও নিকৃষ্ট মানের অপরাধ করেছি। আমাদের তুমি উপযুক্ত শাস্তি দাও। আমরা মানবজাতির কলঙ্ক। যে মিথ্যাকে আমরা সত্য হিসেবে প্রমাণিত করার লক্ষে দীর্ঘ ত্রিশ বছর যাবত চেষ্টা চালিয়ে যাচ্ছি। সে মিথ্যাকে চিরদিনের জন্য আজ ভস্মীভূত করে সত্যকে মানুষের মাঝে প্রকাশ করে নিজেরা উপযুক্ত দণ্ড গ্রহণ করল। এই বলে তাঁরা মাটিতে মাথা ঠকতে আরম্ভ করল। তাঁরা আরো বলল, আমরা পিতার অন্ধত্বের জন্য দায়ী। এজন্য আমাদেরকে তোমার বিধানে যে শাস্তি হয় তা দাও। আমরা তোমার সাথে বিদ্বেষ করেছি আর আল্লাহ তোমাকে তারাক্কী দান করেছেন। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে নবীর অমর্যাদা করে যে অমার্জনীয় অপরাধ করেছি তাঁর যোগ্য শাস্তি আমাদের দাও। আর তোমার উদার ও মহত্বের গুনে আমাদেরকে ক্ষমা কর তা হবে মহানুভবতার অতুলনীয় দৃষ্টান্ত। হযরত ইউসুফ (আঃ) ভাইদের কান্নায় নিজের চোখের পানি আর সংবরণ করতে পারলেন না। কান্নার স্বরে বললেন, যাও আমি তোমাদেরকে ক্ষমা করলাম। তোমরা এখন থেকে সম্পুর্ণ মুক্ত। এখন অতি দ্রুত পিতার সঙ্গে আমার সাক্ষাতের ব্যবস্থা কর।
সূত্রঃ আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী
হযরত ইউসুফ (আঃ) এর সৎ ভাইদের যুদ্ধ-১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন