হযরত ইউসুফ (আঃ)-এর দর্শনে মহিলাদের বিভ্রান্তি-পর্ব ১

জোলায়খার এ বার্থতাঁর কথা আর গোপন থাকে নি। কয়েকদিন পরে ঘটনা তাঁর মহলে ও বাহিরে কতক লোকের নিকট ফাঁস হয়ে গেল। তখন মিশর রাজার অন্দর মহলে বিষয়টি নিয়ে খুব সমালোচনা হতে থাকে। তারা জোলেখার অবৈধ প্রেম ও তাঁর ব্যর্থতার কথা ঠাট্টা বিদ্রুপের সাথে আলোচনা করতে আরম্ভ করে। এ খবর একদা জোলেখার নিকট এসে পৌঁছে যায়। তখন জোলেখা রাজমহলের মহিলাদের রুপের রাজা হযরত ইউসুফ (আঃ)-এর পাগল করা মুখাশ্রি এক নজর প্রদর্শনের সিদ্ধান্ত নিলেন।

বাস্তবিকই একদিন তিনি রাজমহলের উচ্চপদস্থ কতক রমণী ও তাঁর বান্ধবীদের মধ্য থেকে কতক রমনীদের নিজ মহলে দাওয়াত দিলেন। সুন্দারভাবে মহল সাজিয়ে অনেক রকম খাদ্য সামগ্রির আয়োজন করলেন। রমণীগণ জোলেখার দাওয়াত পেয়ে নিজেরা সেজেগুজে আতর গোলাব লাগিয়ে যথা সময়ে মহলে এসে হাজির হলেন। এ দিন জোলেখার তেমন সাজ-সজ্জা ছিলনা। তিনি মানসিক ভাবে খুব বিমর্ষ ছিলেন। তিনি কাউকে কোন কথা না বলে মেহমানদের আপ্যায়নের যথাযথ ব্যবস্থাপনায় ব্যস্ত ছিলেন। সকলে যখন খাবার সম্মুখে নিয়ে বসলেন তখন জোলেখা বললেন আপনাদের প্রত্যেকের হাতে একটি করে লেবু ও একটি করে ছুরি দিচ্ছি। যখন আমি আপনাদেরকে অনুরোধ করব তখন আপনারা ছুরি দিয়ে লেবুগুলো কাটবেন। কিন্তু সাবধনতা অবলম্বন করে কাজ করবেন, যেন কোন দুর্ঘটনা না ঘটে। জোলেখার কথা শুনে সকলে একটু আত্নভোলা ও উদাসীন হলেন। আবার কেউ মনে করল জোলেখা লেবু ও ছুরি দিয়ে আমাদিগকে কি বুঝাতে চাইছেন। তবে কি সে স্বাভাবিক বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছ ইত্যাদি নানাজনে নানারকম চিন্তা ও মন্তব্য করলেন।

ইতোমধ্যে জোলেখা সকল মেহমানদের হাতে ছুরি ও লেবু পাঠিয়ে দিলেন। অতঃপর হযরত ইউসুফ (আঃ)-কে স্বর্ণের টুপি ও রৌপ্যের কারুকার্য খচিত বিভিন্ন রঙের জামা কাপড় পরিধান করিয়ে অপরূপ সাজে সজ্জিত করলেন এবং তাঁকে রমণীগণের মজলিজে উপস্থিত করলেন। রমণীগণ হযরত ইউসুফ (আঃ)-এর মুখপানে দৃষ্টি করে সম্মহিত হয়ে গেলেন। তখন জোলেখা সকলকে বললেন, আপনারা নিজ হাতের লেবুগুলো কেটে খাবার আরম্ভ করুন।

রমণীগণ হযরত ইউসুফ (আঃ)-কে দেখা মাত্র এমনভাবে আত্নবিস্মৃত হয়ে পড়লেন যে, তারা লেবু কাটার আদেশ পেয়ে সঠিকভাবে কেউই কাটতে পারলেন না। সকলে লেবুর বদলে নিজ নিজ হাত কেটে ফেললেন। কেউ খাবার প্লেটের উপর পড়ে গেলেন। আবার কেউ চেয়ারসহ ভূতলে পতিত হলেন। কেউ প্লেটের খাবার হাত তুলে নিজ মাথার উপরে রাখলেন আবার কেউ দাঁড়িয়ে হযরত ইউসুফ (আঃ)-এর দিকে অগ্রসর হতে গিয়ে টেবিলের আঘাতে মেঝের উপর পড়ে গেলেন। একটি করুন দৃশ্যের অবতারণা হল সেখানে, সকলে এক বাক্যে বলে উঠল এতো মানুষ নয় ফেরেস্তা। অবস্তা দেখে জোলেখা তাড়াতাড়ি হযরত ইউসুফ (আঃ)-কে ওখান থেকে সড়িয়ে নিলেন। হযরত ইউসুফ (আঃ) চলে যাওয়ার পরে রমণীদের চেতনা ফিরে এল। তখন তারা খুবিই লজ্জিতা হলেন এবং নিজেদের হাত কাটা কাপড় চোপড় যা রক্তে রঞ্জিত হল তা ধুয়ে মুছে পরিষ্কার করতে আরম্ভ করলেন ।

সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী

হযরত ইউসুফ (আঃ)-এর দর্শনে মহিলাদের বিভ্রান্তি-পর্ব ২ –পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।