হযরত আবু বকর (রাঃ) কর্তৃক বিদ্রহীদের দমন

দূরদর্শী ও বিজ্ঞ ব্যক্তি ছিলেন হযরত আবু বকর (রাঃ) । হযরত মুহাম্মদ (সাঃ) এর অনুপস্থিতিতে আরবের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ও অশান্তি দেখা দিয়েছিল । তিনি কঠোর হস্তে সেসব দমন করলেন । সে সময়ে তাঁর মত বিচক্ষণ লোক যদি খলিফা পদে অধিষ্ঠিত না থাকতেন তবে সুবিধাবাদীর দল ইসলাম ধর্মের বহু ক্ষতি করে ফেলত । খলিফা আবু বকর (রাঃ) ইসলামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে মুসলমানদের কৃতজ্ঞতা ভাজন হয়েছেন ।

একজন ইংরেজ ঐতিহাসিক হযরত মুহাম্মদ (সাঃ) এবং হযরত আবু বকর (রাঃ)-এর সম্পর্কে লিখেছেন, “হযরত মুহাম্মদ (সাঃ) যদি সজ্জন এবং প্রকৃত পয়গম্বার না হতেন তবে আবু বকর (রাঃ)-এর মত একজন জ্ঞানী এবং তত্ত্বদর্শী ব্যক্তির পরিপূর্ণ বিশ্বাস এবং বন্ধুত্ব লাভ তাঁর ভাগ্যে ঘটত না । হযরত আবু বকর (রাঃ)-এর চারিত্রের দিঢ়টা ব্যাপারে তিনি ওপর একস্থানে লিখেছেন, ‘হযরত আবু বকর (রাঃ)-এর মত একজন সবল ও বলিষ্ঠশালী ব্যক্তি সে সময়ে আরবের খলিফা পদে না থাকলে বেদুঈনগণ ইসলামের মর্যাদা নষ্ট করে তাকে ধূলিস্যাৎ করতেন । এমন কি, শেষ অবধি ইসলাম ধর্ম ধনশপ্রাপ্ত হত ।’ বর্তমান যুগের পন্ডিত লোকেরাও মনে করেন যে, হযরত আবু বকর (রাঃ)-এর গৃহীত পদক্ষেপগুল ইসলামের রক্ষা কবজ হিসেবে কাজ করেছিল ।

হযরত আবু বকর (রাঃ) কর্তৃক বিদ্রহীদের দমন

দূরদর্শী ও বিজ্ঞ ব্যক্তি ছিলেন হযরত আবু বকর (রাঃ) । হযরত মুহাম্মদ (সাঃ) এর অনুপস্থিতিতে আরবের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ও অশান্তি দেখা দিয়েছিল । তিনি কঠোর হস্তে সেসব দমন করলেন । সে সময়ে তাঁর মত বিচক্ষণ লোক যদি খলিফা পদে অধিষ্ঠিত না থাকতেন তবে সুবিধাবাদীর দল ইসলাম ধর্মের বহু ক্ষতি করে ফেলত । খলিফা আবু বকর (রাঃ) ইসলামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে মুসলমানদের কৃতজ্ঞতা ভাজন হয়েছেন ।

একজন ইংরেজ ঐতিহাসিক হযরত মুহাম্মদ (সাঃ) এবং হযরত আবু বকর (রাঃ)-এর সম্পর্কে লিখেছেন, “হযরত মুহাম্মদ (সাঃ) যদি সজ্জন এবং প্রকৃত পয়গম্বার না হতেন তবে আবু বকর (রাঃ)-এর মত একজন জ্ঞানী এবং তত্ত্বদর্শী ব্যক্তির পরিপূর্ণ বিশ্বাস এবং বন্ধুত্ব লাভ তাঁর ভাগ্যে ঘটত না । হযরত আবু বকর (রাঃ)-এর চারিত্রের দিঢ়টা ব্যাপারে তিনি ওপর একস্থানে লিখেছেন, ‘হযরত আবু বকর (রাঃ)-এর মত একজন সবল ও বলিষ্ঠশালী ব্যক্তি সে সময়ে আরবের খলিফা পদে না থাকলে বেদুঈনগণ ইসলামের মর্যাদা নষ্ট করে তাকে ধূলিস্যাৎ করতেন । এমন কি, শেষ অবধি ইসলাম ধর্ম ধনশপ্রাপ্ত হত ।’ বর্তমান যুগের পন্ডিত লোকেরাও মনে করেন যে, হযরত আবু বকর (রাঃ)-এর গৃহীত পদক্ষেপগুল ইসলামের রক্ষা কবজ হিসেবে কাজ করেছিল ।

আরো পড়তে পারেন...

মুগীরা ইবন শু’বা (রা)

নাম আবু আবদিল্লাহ মুগীরা, পিতা শু’বা ইবন আবী আমের। আবু আবদিল্লাহ ছাড়াও আবু মুহাম্মাদ ও…

সাপের তওবা

একটি সাপের ঘটনা বর্ণনা করছি। আমার কাছে যারা তালীম গ্রহন করতে আসে প্রথমেই আমি কাউকে…

আবদুল্লাহ ইবন হুজাফাহ আস-সাহমী-(রা)

আবু হুজাফাহ আবদুল্লাহ নাম। পিতার নাম হুজাফাহ। কুরাইশ গোত্রের বনী সাহম শাখার সন্তান। ইসলামী দাওয়াতের…