হযরত আবু বকর (রাঃ) এর পরিবার

হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) কয়েকটি বিয়ে করেছিলেন। সর্বপ্রথমে বনী আমের বিন লুওয়াই এর বংশ হতে  কুতাইলা বিনতে আবদুল উযযাকে বিয়ে করলেন। তাঁর গর্ভে এক পুত্র আব্দুল্লাহ এবং এক কন্যা আসমা জন্মগ্রহন করলেন। আর সে আসমার বিয়ে হয় হযরত যুবাইর ইবনুল আওয়ামের সঙ্গে। হযরত আব্দুল্লাহ বিনতে আমেরকে  দ্বিতীয় বিয়ে করলেন। 

এরপর তাঁর গর্ভে একটি কন্যা সন্তান জন্মগ্রহন করে। তাঁর নাম হযরত  আয়েশা (রাঃ)।  হযরত আয়েশা (রাঃ)-এর শুভ পরিণয় ঘটে হযরত মুহাম্মদ (সাঃ) এর সঙ্গে। ইসলাম গ্রহনের পর তিনি খছআ বংশের আসমা বিনতে উমায়সাকে বিয়ে করলেন। 

তিনি হযরত জাফর বিন আবু তালেবের বিধবা স্ত্রী ছিল। তাঁর ঔরসে এক পুত্র রাসূলুল্লাহ জন্মগ্রহন করলেন।  সে সময়ে খাযরাজ বংশের হাবীবা বিনতে খারেজাকে বিয়ে করেন।  তাঁর গর্ভে হযরত আবু বকর (রাঃ) এর মৃত্যুর পর এক মেয়ে উম্মে কুলসুমের জন্ম হয়।   

হযরত আবু বকর (রাঃ) এর পরিবার

হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) কয়েকটি বিয়ে করেছিলেন। সর্বপ্রথমে বনী আমের বিন লুওয়াই এর বংশ হতে  কুতাইলা বিনতে আবদুল উযযাকে বিয়ে করলেন। তাঁর গর্ভে এক পুত্র আব্দুল্লাহ এবং এক কন্যা আসমা জন্মগ্রহন করলেন। আর সে আসমার বিয়ে হয় হযরত যুবাইর ইবনুল আওয়ামের সঙ্গে। হযরত আব্দুল্লাহ বিনতে আমেরকে  দ্বিতীয় বিয়ে করলেন। 

এরপর তাঁর গর্ভে একটি কন্যা সন্তান জন্মগ্রহন করে। তাঁর নাম হযরত  আয়েশা (রাঃ)।  হযরত আয়েশা (রাঃ)-এর শুভ পরিণয় ঘটে হযরত মুহাম্মদ (সাঃ) এর সঙ্গে। ইসলাম গ্রহনের পর তিনি খছআ বংশের আসমা বিনতে উমায়সাকে বিয়ে করলেন। 

তিনি হযরত জাফর বিন আবু তালেবের বিধবা স্ত্রী ছিল। তাঁর ঔরসে এক পুত্র রাসূলুল্লাহ জন্মগ্রহন করলেন।  সে সময়ে খাযরাজ বংশের হাবীবা বিনতে খারেজাকে বিয়ে করেন।  তাঁর গর্ভে হযরত আবু বকর (রাঃ) এর মৃত্যুর পর এক মেয়ে উম্মে কুলসুমের জন্ম হয়।   

আরো পড়তে পারেন...

মুগীরা ইবন শু’বা (রা)

নাম আবু আবদিল্লাহ মুগীরা, পিতা শু’বা ইবন আবী আমের। আবু আবদিল্লাহ ছাড়াও আবু মুহাম্মাদ ও…

সাপের তওবা

একটি সাপের ঘটনা বর্ণনা করছি। আমার কাছে যারা তালীম গ্রহন করতে আসে প্রথমেই আমি কাউকে…

আবদুল্লাহ ইবন হুজাফাহ আস-সাহমী-(রা)

আবু হুজাফাহ আবদুল্লাহ নাম। পিতার নাম হুজাফাহ। কুরাইশ গোত্রের বনী সাহম শাখার সন্তান। ইসলামী দাওয়াতের…