হযরত আবু বকর (রাঃ) – এর খেলাফতের ঘটনা-২য় পর্ব

খলিফা হযরত আবু বকর (রাঃ) আস্তে আস্তে বললেন, আপনার কথা আমি মেনে নিচ্ছি। তবু বলতে বাধ্য হচ্ছি, হযরত মুহাম্মাদ (সাঃ) যাকে সেনাপতি নিয়োগ করেছিলেন, আমার মতে তাঁর সে মনের আশা লঙ্ঘন করা ঠিক হবে না। সিরিয়া অভিযানের জন্য সৈন্যগণ প্রস্তুত হল। রওয়ানা হওয়ার আগে খলিফা সেখানে এসে উপস্থিত হলেন।

সৈন্যগণ আল্লাহ রাব্বুল আলামীনের নাম স্মরণ করে যাত্রা শুরু করলেন। সেনাপতি উসামা অশ্বপৃষ্ঠে আরোহণ করে চললেন। খলিফা আবু বকর (রাঃ) পদব্রজে তাঁদের সঙ্গে এগিয়ে চললেন। তিনি উসামাকে বলতে লাগলেন, আমাদের এ যুদ্ধ ধর্মের জন্য, সত্যের জন্য, ইসলামের মর্যাদার জন্য, অন্যের রাজ্যের লোভ করবে না, এ কথাটি সর্বদা মনে রাখবে। শত্রু  বা মিত্র কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। বিনা প্রয়োজনে দুশমনদের ধন-সম্পদ লুন্ঠন করবে না অথবা অগ্নিদগ্ধ করে নষ্ট করবে না। নারী, শিশু এবং বৃদ্ধের প্রতি কখনো অত্যাচার করবে না অথবা তাদেরকে হত্যা করবে না। খ্রিস্টান সন্ন্যাসী অথবা পাদ্রীদের অপমান করবে না অথবা তারা মনে আঘাত পান এমন কাজ কখনো করবে না। অযথা উট, ছাগল এবং ভেড়াকে হত্যা করবে না।

হযরত মুহাম্মাদ (সাঃ) এর এন্তেকালের পরে চারদিকে অশান্তি মাথা তুলে দাঁড়ালো। আরবে এক ধরনের লোক ছিল যারা ছিল পরম সুবিধাবাদী। হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রচারিত ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তিদের সুযোগ এবং শান-শওকত দেখে তারা খেয়ালের বশবর্তী হয়ে মুসলমান হয়েছিল। হযরত মুহাম্মাদ (সাঃ) এর এন্তেকালের পরে ইসলামের ভবিষ্যৎ সম্পর্কে তারা দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলেন।

নব দীক্ষিত অপর একটি দল যাকাত দিতে রাজি হল না। তারা জানাল, যাকাত প্রদান থেকে অব্যাহতি পেলে তারা মুসলমান হয়ে থাকতে পারে। অন্যথায় তারা পূর্বের পৌত্তলিক ধর্ম পালন করবে। এসব দুর্বলচেতা লোকদের বিশ্বাসের কোন ভিত্তি ছিল না।

এসব সুবিধাবাদী লোকদের সঙ্গে মোকাবেলা করার জন্য হযরত আবু বকর (রাঃ) সংকল্প দৃঢ় করলেন। তিনি ছিলেন অতি ভদ্র, অমায়িক, সদালাপী এবং স্বহৃদয়। কিন্তু কর্তব্যের জন্য তিনি ছিলেন বজ্রের চেয়েও নির্মম লৌহের চেয়েও বেশি শক্ত। ইসলামদের বিধান এবং নির্দেশ পালনে তিনি ছিলেন ক্ষমাহীন।

ইতোমধ্যে উসামা সিরিয়ার যুদ্ধে জয়লাভ করে বিজয়ীর বেশে মক্কায় ফিরে এলেন মক্কাবাসীরা আন্তরিকতার সঙ্গে তাঁদের অভ্যর্থনা জানাল। এবার খলিফা আবু বকর (রাঃ) রাজ্যের অশান্তি দমনে কৃত সংকল্পবদ্ধ হলেন।

হযরত আবু বকর (রাঃ) – এর খেলাফতের ঘটনা-১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।