হযরত আছিয়ার পূর্বপুরুষ

আল্লাহ্‌ রাব্বুল আলামীন পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে বারবার একটি প্রাচীন বংশের নাম উল্লেখ করেছেন। সে বংশের নাম বনী ইসরাইল। আমরা যে মহীয়সী রমণীর জীবন ঘটনা লিখতে যাচ্ছি তাঁর পূর্ব পুরূষগণ ছিলেন এ বংশেরই লোক। অতি প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী এ বংশ হতে দুনিয়াতে বহু নবী ও রাসূলের উদ্ভব হয়েছিল।

মহান নবী হযরত ইব্রাহীম (আঃ) ছিলেন এ বংশেরই আদি পুরুষ। তাঁর প্রথমা পত্নী বিবি ছারার গর্ভপাত পুত্র ছিলেন নবী এসহাক (আঃ)। তাঁর পুত্র ছিলেন নবী ইয়াকুব (আঃ)।

এ ইয়াকুব (আঃ)-এর অপর নাম ছিল ইসরাইল (আঃ) এবং এ ইসরাইল (আঃ) এর বংশধরগণই দুনিয়াতে বনী ইসরাইল নামে পরিচিত। বিবি আছিয়া জন্মগ্রহণ করেছিলেন মিশর দেশে। কিন্তু তাঁর পূর্বপুরুষ নবী ইয়াকুব (আঃ) ছিলেন কেনানের অধিবাসী। তবে নবী ইয়াকুব বা ইসরাইল বংশ বিস্তার মিশরে ঘটেছিল।

হযরত আছিয়ার পূর্বপুরুষ

আল্লাহ্‌ রাব্বুল আলামীন পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে বারবার একটি প্রাচীন বংশের নাম উল্লেখ করেছেন। সে বংশের নাম বনী ইসরাইল। আমরা যে মহীয়সী রমণীর জীবন ঘটনা লিখতে যাচ্ছি তাঁর পূর্ব পুরূষগণ ছিলেন এ বংশেরই লোক। অতি প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী এ বংশ হতে দুনিয়াতে বহু নবী ও রাসূলের উদ্ভব হয়েছিল।

মহান নবী হযরত ইব্রাহীম (আঃ) ছিলেন এ বংশেরই আদি পুরুষ। তাঁর প্রথমা পত্নী বিবি ছারার গর্ভপাত পুত্র ছিলেন নবী এসহাক (আঃ)। তাঁর পুত্র ছিলেন নবী ইয়াকুব (আঃ)।

এ ইয়াকুব (আঃ)-এর অপর নাম ছিল ইসরাইল (আঃ) এবং এ ইসরাইল (আঃ) এর বংশধরগণই দুনিয়াতে বনী ইসরাইল নামে পরিচিত। বিবি আছিয়া জন্মগ্রহণ করেছিলেন মিশর দেশে। কিন্তু তাঁর পূর্বপুরুষ নবী ইয়াকুব (আঃ) ছিলেন কেনানের অধিবাসী। তবে নবী ইয়াকুব বা ইসরাইল বংশ বিস্তার মিশরে ঘটেছিল।

আরো পড়তে পারেন...

মুগীরা ইবন শু’বা (রা)

নাম আবু আবদিল্লাহ মুগীরা, পিতা শু’বা ইবন আবী আমের। আবু আবদিল্লাহ ছাড়াও আবু মুহাম্মাদ ও…

সাপের তওবা

একটি সাপের ঘটনা বর্ণনা করছি। আমার কাছে যারা তালীম গ্রহন করতে আসে প্রথমেই আমি কাউকে…

আবদুল্লাহ ইবন হুজাফাহ আস-সাহমী-(রা)

আবু হুজাফাহ আবদুল্লাহ নাম। পিতার নাম হুজাফাহ। কুরাইশ গোত্রের বনী সাহম শাখার সন্তান। ইসলামী দাওয়াতের…