সন্তানদের জন্য টেলিভিশন কেনার কারনে কবরে সন্তানের পিতাকে শাস্তি দেওয়া হচ্ছিল
দুইজন লোকের মধ্যে গভীর বন্ধুত্ব । একজন থাকত জেদ্দায়, অন্যজন থাকত রিয়াদে । রিয়াদের বন্ধু সন্তানদের অনুরধে একটি টেলিভিশন কিনে আনে । কিছুদিন পর ওই লোকটি মারা যায় । দুই বন্ধু ছিল পুন্যবান । তাঁরা নিয়মিত নামাজ রোজা পালন করতো । রিয়াদের বন্ধুকে কবর দেওয়ার পর কবরে তাকে শাস্তি দেওয়া হচ্ছিল । সন্তাদের টেলিভিশন কিনে দেওয়ার কারনে এ শাস্তি দেওয়া হচ্ছিল । রিয়াদের বন্ধু রাতে জিদ্দার বন্ধুকে বলল, তুমি রিয়াদে যাও, আমাদের বাড়িতে যাও, আমার স্ত্রী এবং সন্তানদের আমার দুঃখকষ্ট এবং অবর্ণনীয় শাস্তির কথা জানাও । পর দিন ব্যস্ততার কারনে জেদ্দার বন্ধু রাতের স্বপ্নের কথা ভুলে গিয়েছিল । দ্বিতীয় দিনেও তিনি রিয়াদে যেতে পারে নি ।
তৃতীয় রাতে রিয়াদের বন্ধু স্বপ্নে পুনরায় বললেন, তুমি কেন রিয়াদে যাচ্ছ না, আমার অবস্থার কথা চিন্তা করে একটু দয়া কর । তৃতীয় রাতে স্বপ্ন দেখার পর চতুর্থ দিন জেদ্দার বন্ধু বিমানের টিকিট কেটে রিয়াদে চলে গেল এবং রিয়াদের বন্ধুর স্ত্রী এবং সন্তানদের স্বপ্নের কথা জানালেন । মৃত বন্ধুর বড় ছেলে এসব কথা শোনার পর আছার দিয়ে টেলিভিশন ভেঙ্গে ফেললো । চতুর্থ রাতে জেদ্দার বন্ধু স্বপ্নে দেখলো, তার রিয়াদের বন্ধু বেশ হাসি খুশি । তিনি বলেন শোন, আমর সন্তান আছার দিয়ে টেলিভিশন ভেঙ্গে ফেলার পর থেকে আমার ওপর শাস্তি বন্ধ হয়ে গেছে । আমি এখন ভাল আছি ।