
এক শেয়াল একদিন এক পুকুর পাড়ের সামনে হাটতে গিয়ে একসময় পা পিছলিয়ে পড়ে যাচ্ছিলো।তাই নিজেকে সামলাতে গিয়ে ধরলো সে এক কাটাগাছের ঝপ।কাটাগাছের ঝপের কাটায় গেল তার পুরো শরীর ভরে। যন্ত্রনায় সে কাটাগাছের ঝপকে বলে উঠলো… শেয়াল:- তুমি আমার এতো বড় ক্ষতি কেন করলে??বিপদে পরে আমি তোমার শরণ নিলাম আর তুমি শেষে তুমি আমার ক্ষতি করে ছাড়লে??? (কাটাগাছ একটু হেসে বললো) কাটাগাছ:- বন্ধু আমাকে ধরতে গিয়েই তো তুমি মস্ত বড় ভুল করেছ।কারণ আমি নিজে যাকে একবার পাই তাকে ছাড় দেই না।
Moral of the story is : দুশমনের শরণ ক্ষতির কারণ। –সংগৃহীত