শহীদের রক্তে সুঘ্রাণ
মুজাহিদগণের নিকট শহীদের রক্তের ঘটনা প্রসিদ্ধ। তারা কোনো এলাকায় প্রবেশের সাথে শহীদের রক্তের সুঘ্রাণ পেতে পারতেন যে, এখানে নিকটবর্তী কোন স্থানে শহীদ রয়েছেন।
মাওলানা আরসালান সাহেব যিনি আফগানিস্থানের পাকতিয়া প্রদেশের প্রসিদ্ধ কমান্ডার, তিনি বলেছেন, আমাদের একজন ছাত্র আব্দুল বাছির শহীদ হয়ে গিয়েছে। আমি এবং মুজাহিত ফাতহুল্লাহ রাতের আধারে তাঁকে খুঁজতে বের হয়েছি। খুঁজতে খুঁজতে হঠাৎ ফাতহুল্লাহ বলল, আমরা শহীদের নিকটে এসে গিয়েছি। কারণ, আমি ভীষণ সুগন্ধী অনুভব করছি। একটু পরে আমি মোহিত হলাম এবং শহীদকে পেয়ে গেলাম। তাঁর শরীর থেকে প্রবাহিত রক্ত রাতের আধারে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় প্রজ্জ্বলিত এবং চমকপ্রদ দেখা যাচ্ছিল।