শহীদের দাড়ি লম্বা হয়েছে

আফগানিস্থানের ওমর হানিফ বর্ণনা করেন, সাইয়্যেদ শাহ নামক একজন হাফেজে কুরআন মুজাহিদ আমাদের সাথে ছিলেন। তিনি ইবাদাত-বন্দেগীতে অত্যন্ত পারদর্শী এবং তাহাজ্জুদ্দগুজার ছিলেন। তিনি সত্য স্বপ্ন দেখতেন এবং তাঁর অনেক আশ্চর্যজনক ঘটনা ছিল।

তিনি এক যুদ্ধে শাহাদাতবরণ করলেন। আমি এবং কামান্ডার নুরুল হকসহ আড়াই বছর পর তার কবরের নিকটে গেলাম এবং তাঁর কবর খুলে দেখলাম, আড়াই বছর পূর্বে আমি নিজ হাতে যে রকম দাফন করেছিলাম ঠিক তদ্রূপ রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তাঁর দাঁড়ি পূর্বের থেকে একটু লম্বা হয়েছে। আর বিস্বময়কর ঘটনা হল, তাঁর শরীরের উপর কালো রেশমী জুব্বা দেখলাম এবং জুব্বা স্পর্শ করলে সাথে সাথে তাঁর থেকে আসছে মেশক আম্বরের ন্যায় সুগন্ধি।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।