লাশ গ্রহণে কবরের অস্বীকৃতি; অতপর দুটি সাপ লাশকে পেঁচিয়ে দ্বিখণ্ডিত করে ফেললো
রাওয়ালপিন্ডির প্রাচীন কবরস্থানের নাম হচ্ছে উদাহি কবরস্থান। সেই কবরস্থানে দাফন করার জন্য একটি লাশ নেওয়া হলো। কিন্তু তাকে কবরে নামানোর উদ্যোগ নেওয়ার সাথে সাথে কবরের দুই দিকের মাটি আপনা আপনি এসে পরস্পর এমন ভাবে মিশে গেলো, যেন সেখানে কোন কবরই খনন করা হয় নাই এ দৃশ্য দেখে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন চিৎকার করে কাঁদতে লাগল।
সেখানে উপস্থিত একজন আলেম আরেকটি কবর খনন করার পরামর্শ দিলেন। নতুন কবর খনন করা হলো। উপস্থিত লোকজন সেই লাশের পাশে দরূদ-ইস্তেগফার পাঠ করতে লাগল। উপস্থিত আলেম তৃতীয় একটি কবর খনন করার পরামর্শ দিলেন। তার পরামর্শ অনুযায়ী কবর খনন করার সময় মাটি থেকে সাপ বিচ্ছু এবং বিষাক্ত পোঁকা মাকড় এমনভাবে বের হতে লাগল যেন ঝর্ণা থেকে পানির প্রবাহ বের হচ্ছে।
তবে সে সব সাপ বিচ্ছু পোঁকা-মাকড় কবর খননকারী বা অন্য কারোর কোন ক্ষতি করে নাই। কোন রকমে সতর্কতার সাথে কবর খনন করার পর সাপ বিচ্ছু পোঁকা মাকড় কবরের এক পাশে চুপচাপ জড়ো হলো। লাশ কবরে নামানোর সাথে সাথে দুটি সাপ এগিয়ে গেল। একটি সাপ কোমর থেকে পিঠের দিকে পেঁচিয়ে ধরলো। আর একটি সাপ পা থেকে বুকের উপর দিয়ে গলা পর্যন্ত পেঁচিয়ে ধরলো। তারপর মুহূর্তের ব্যবধানে সেই দুটি সাপ লাশকে এমনভাবে টুকরা করে ফেললো, যেন ধারালো অস্ত্র দিয়ে এক আঘাতে কোন জিনিসকে দুই টুকরো করা হয়।
সূত্রঃ চোখে দেখা কবরের আযাব