রসিক বাস্তবতা

প্রচন্ড নিম্ন চাপে ধরেছে লোকটির! আশে পাশে কোন পাবলিক শৌচাগার নাই যে কর্মটি আরামের সাথে করবে। আমাদের দেশে কোন শহরেই এই বস্তুটি সুলভ নয়। যাওবা কিছু আছে তাতে মহিলাদের জন্য ব্যবস্থা খুবই নিম্নমানের। যে জন্য এই চাপটি এ দেশের মহিলারা রাস্তায় বেড়োলে সহ্য করে যান আর হাজারো মেয়েলী রোগে ভোগে জীবন-যাপন করেন। পরিবেশবাদীরা, ‘’গাছ-লাগান, পরিবেশ বাঁচান’’ বলে গলা ফাটায়। কিন্তু খুব কমই শোনা গেছে, ‘’শৌচাগার বৃদ্ধি করুন, পুরুষদের রাস্তায় ওই কম্মটি করতে বাঁধা দিন।
‘’ রাস্তায় যেসব পুরুষ প্রাকৃতিক কম্ম করেন তাদের প্রতিবাদে লেখিকা ‘তসলিমা নাসরিন’ নাকী বলেছিল, ‘’পুরুষেরা পারলে, মেয়েরা পারবেনা কেন?’’ ভাগ্যিস, তার কথা শোনে এখনো কোন মেয়ে এই সাহস দেখায়নি, অন্তত আমাদের এই উপমহাদেশে! বৈদেশে তার বার্তা গেল কী না, না ওই দেশের পুরুয়ষেরা এই কম্ম করে কী না-তা জানতে বিদেশ যাওয়ার রাশ কে টানে বাপু! কিন্তু, ইংরেজী ছবিতেতো- দেদারসে জল নির্গমনের দৃশ্য দেখায়, হালের হিন্দী ছবিতেও দেখা যায়! যেমন, রেডী কিংবা পিকে। তবে নিশি-ভাসমানদের কথা আলাদা। ভু-ভারতে নাকী এজন্য রাস্তায় যারা এসব করে তাদের অতি-গতিযুক্ত জল ছিটিয়ে কাবু করে দেয়া হয় আর যাবার সময় পিছনে ডায়ালগ ভাসে, ‘’Stop yourself, Stop Us.’’ যদিও আমরা এখনো এমন বুদ্ধি বের করে উঠতে পারিনি।
শুরুর লোকটি এতো কিছুর আশেপাশেও না গিয়ে, সদ্য নির্মাণাধীন ড্রেনেজের সামনে বসে তরল নির্গত অবস্থায় দেখতে পায় কিছু কম বয়সী ছেলে গোল হয়ে কী যেন করছে। নিজের প্রাকৃতিক কাজ শেষ করে ওই দিকে আগায়। মনে মনে ভাবে, ‘’হয়তো টোকাই পোলাপান কোন কিছু দিয়ে নেশা করছে!’’ এই ভেবে হাক মারে, ‘’ওই, তোমরা কী করো?’’ উত্তর আসে- -ভাত খাই। -ভাত খাও? -হ, গাঁজা টানিনা। -এই দূর্গন্ধের মাঝে বসে ভাত খাচ্ছ? -জ্বী খাইতাছি। আমরাতো ময়লারই মানুষ! -ময়লার মানুষ মানে? -ময়লার মানুষ মানে হইল, এইসব ময়লা আবর্জনা আমরাই ময়লার গাড়িতে তোলে দেই। আর, ময়লার সামনে বসে খেতে লজ্জা লাগে বলেই গোল হইয়া বসে আড়াল কইরা খাই।
লোকটি লজ্জা পেল। খাবার খাওয়া অবস্থায় কারো সামনে সেই কাজটি করার জন্য। নিজেকে তার ময়লা মানুষ ভাবতে ইচ্ছে হলো। আর ওই স্বঘোষিত ময়লার মানুষগুলোকে তার মনে হলো-পরিস্কারের মানুষ। গল্পটি পাঠিয়েছেন– সারোয়ার ইবনে গিয়াস বাদাঘাট বাজার, তাহেরপুর, সুনামগজ্ঞ ।

আরো পড়তে পারেন...

ম্যাকগাইভারের স্বপ্ন!

স্বপ্ন সবাই দেখে। বিটিভির কিছুদিন আগের সবচেয়ে জনপ্রিয় চরিত্র ম্যাকগাইভারও দেখবে নিশ্চয়। দেখেও। ম্যাকগাইভারের স্বপ্নের…

গাধার সংগীতচর্চা

এক গাঁয়ে এক ধোপার ছিল একটা গাধা। তার নাম অদ্ভূত। দিনভর গাধা ধোপার কাপড়ের বোঝা…

গাধা ও ব্যবসায়ী

এক লবণের ব্যবসায়ী সস্তায় পেয়ে একদিন বাজার থেকে প্রচুর লবণ কিনল। বোঝা বইবার জন্য ব্যবসায়ীর…