যেখানেই খনন করা হচ্ছিল, সেখানেই দেখা যাচ্ছিল কবর ভরা বিচ্ছু

দশ বছর আগের কথা। আমি সে সময় কায়েদে আজম মেডিক্যাল মালিক তার নিকটাত্মীয়ের রোগের চিকিৎসা সম্পর্কে পরামর্শ করার জন্য আমার কাছে আসতেন। একদিন তিনি বললেন, তাদের এলাকায় একজন মুসলমান নাপিত মারা গেছে। মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার পর তার আত্মীয়-স্বজন তাকে কালেমা পাঠ করতে অনুরোধ জানালেন। মৃত্যুর অসহ্য যন্ত্রনায় সে কালেমা পড়লো না বরং সে কালেমাকে গালি দিল। কিছুক্ষণের মধ্যে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো।

তাকে দাফন করার জন্য কবর খনন করা হল। কবরে লাশ নামানোর সময় দেখা গেল বিচ্ছুতে পরিপূর্ণ। এদৃশ্য দেখার পর অন্য জায়গায় কবর খনন করা হল। সেখানেও লাশ কবরে নামানোর সময় কবর বিচ্ছুতে পরিপূর্ণ। আত্মীয়-স্বজন সেই বিচ্ছুর মধ্যেই উপর থেকে লাশ কবরে নামিয়ে মাটি চাপা দিয়ে চলে এলো।

আলেমদের মুখে শুনেছি, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে মৃত্যুর পথযাত্রীকে কালেমা পাঠ করতে বলা ঠিক নয়। বরং তার পাশে জোরে জোরে কালেমা পাঠ করতে হবে, সেই কালেমা শুনে হয়তো সে কালেমা পাঠ করতে পারে।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।