মুসলমান যুবকের মুরতাদ হয়ে মৃত্যুবরণ

আমার এক বন্ধুর ভাইয়ের সম্পর্কে শোনা যাচ্ছিল, সে হিন্দু ধর্ম পছন্দ করে। সে হিন্দু ধর্মের বই পুস্তক পড়ে সময় কাটাতো। সে ছিল উচ্চ রক্তচাপের রুগী। এ কারণে প্রায় তার সাথে দেখা হত। মৃত্যুর আগে সে বার বার বলছিল, মৃত্যুর পর আমাকে যেন কবর দেওয়া না হয়। আমাকে যেন হিন্দু ধর্মের মত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়।

তার আত্মীয়-স্বজন আমাকে অনুরোধ করলেন, আমি যেন তাকে একটু বুঝাই। আমি বললাম, কিন্তু কোন কাজ হল না। মৃতুকালে সে আমাকে বলেছিল, হিন্দু ধর্ম আমার পছন্দ। একথা বলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে মুসলমানের মৃত্যুবরণের তাওফিক দান করুন। মুসলমানের মৃত্যু নসিব দান করুন। কারণ, কুরআনের বক্তব্য অনুযায়ী অন্য যে কোন ধর্ম বিশ্বাস অনুযায়ী শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরিণামে রয়েছে অবধারিত জাহান্নাম। মহান আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ স্বীয় দ্বীন থেকে ফিরে যায় এবং কাফের রূপে মৃত্যুবরণ করে, দুনিয়া ও আখেরাতে তাদের ধর্ম নিষ্ফল হয়ে যায়। এরাই দোযখবাসী, সেখানে তারা স্থায়ী হবে। (সুরা বাকারাঃ ২১৭)

মুসলমান যুবকের মুরতাদ হয়ে মৃত্যুবরণ

আমার এক বন্ধুর ভাইয়ের সম্পর্কে শোনা যাচ্ছিল, সে হিন্দু ধর্ম পছন্দ করে। সে হিন্দু ধর্মের বই পুস্তক পড়ে সময় কাটাতো। সে ছিল উচ্চ রক্তচাপের রুগী। এ কারণে প্রায় তার সাথে দেখা হত। মৃত্যুর আগে সে বার বার বলছিল, মৃত্যুর পর আমাকে যেন কবর দেওয়া না হয়। আমাকে যেন হিন্দু ধর্মের মত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়।

তার আত্মীয়-স্বজন আমাকে অনুরোধ করলেন, আমি যেন তাকে একটু বুঝাই। আমি বললাম, কিন্তু কোন কাজ হল না। মৃতুকালে সে আমাকে বলেছিল, হিন্দু ধর্ম আমার পছন্দ। একথা বলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে মুসলমানের মৃত্যুবরণের তাওফিক দান করুন। মুসলমানের মৃত্যু নসিব দান করুন। কারণ, কুরআনের বক্তব্য অনুযায়ী অন্য যে কোন ধর্ম বিশ্বাস অনুযায়ী শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরিণামে রয়েছে অবধারিত জাহান্নাম। মহান আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ স্বীয় দ্বীন থেকে ফিরে যায় এবং কাফের রূপে মৃত্যুবরণ করে, দুনিয়া ও আখেরাতে তাদের ধর্ম নিষ্ফল হয়ে যায়। এরাই দোযখবাসী, সেখানে তারা স্থায়ী হবে। (সুরা বাকারাঃ ২১৭)

আরো পড়তে পারেন...

ভাঙ্গা খেলনার গল্প

রাতুল ছিল তার বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান। তার কোনো কিছুরই অভাব ছিল না। সে যা…

সীতাভোগ খাওয়ার জ্বর

গোপাল আর তার প্রাণের বন্ধু নেপাল নৌকায় করে একবার চাঁদপুর যাচ্ছিল। নৌকোয় ছয়জন মাঝি ছাড়া…

লোকসান দু’পয়সা

গোপাল একবার নদীর ঘাটে ঘাটের ইজারা নিয়েছিল। নদীর ফেরী ঘাটের ইজারাদার গোপাল ভাড়া ছয় পয়সা…