মুসলমানগণকে সাদরে গ্রহণ খৃষ্টান রাজা নাজ্জাশীর-২য় পর্ব
মুসলমানগণকে সাদরে গ্রহণ খৃষ্টান রাজা নাজ্জাশীর-১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন
তিনি কুরাইশ সর্দারগণকে ফিরিয়ে দেন এবং তাদের হস্তে মুসলমানগণকে ন্যস্ত করতে অসম্মতি প্রকাশ করেন। কাফেরগণ পরদিন পুনরায় দরবারে উপস্থিত হয়ে নাজ্জাশীকে স্মরণ করিয়ে দিল যে, মুসলমানগণ হযরত ঈসাকে আল্লাহর পুত্র বলে স্বীকার করে না। কিন্তু তাতেও নাজ্জাশীর মধ্যে কোন পরিবর্তন আসে নি। বরং তিনি মুসলমানগণকে অভয় দিয়ে বললেন, তোমরা নিরাপদে এখানে বাস কর। নাজ্জাশী একখানা কাগজে লিখলেন, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল। ঈসা ইবনে মারইয়াম আল্লাহর বান্দা, রূহ ও কালেমা, যাকে তিনি মারইয়ামের প্রতি নিক্ষেপ করেছেন।
এদিকে ঈসায়ীগণ নাজ্জাশীর প্রতি ক্ষিপ্ত হয়ে রাজপ্রাসাদ ঘেরাও করে ফেলেছে। বাদশাহ কাগজটি জুব্বার মধ্যে লুকিয়ে রেখে তাদের সম্মুখে উপস্থিত হলেন। তাদেরকে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের মধ্যে বাদশাহীর জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি নই? তারা বলল, হ্যাঁ। বাদশাহ বললেন, তাহলে তোমাদের অভিযোগ কি? তারা বলল, আপনি আমাদের ঈসায়ী ধর্মে বিচ্ছেদ ঘটিয়েছেন।
আপনি ঈসাকে আল্লাহর বান্দা বলেছেন অথচ তিনি আল্লাহর পুত্র। বাদশাহ বললেন, আমার এ কাগজে তাঁর অতিরিক্ত কিছু নেই। তোমরা তাতে রাজি আছ। তারা বলল, হ্যাঁ। তখন সকলে বিদায় হয়ে গেল। এ দিকে মুসলমানদের জন্য একটি নৌকা ঠিক করে রাখলেন এবং তাদেরকে বললেন, যখনই প্রয়োজন হয় আপনারা এ নৌকায় উঠে নিরাপদ স্থানে চলে যাবেন। তবে আমি যতকাল সিংহাসনে আছি ততদিন পর্যন্ত আপনাদের যাওয়ার প্রশ্ন আসবে না।
হাবশী বাদশাহ নাজ্জাশীর ইন্তেকালের পর হযরত মুহাম্মাদ (সাঃ) তাঁর গায়েবী জানাজা পড়িয়েছিলেন। কারণ তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। মুসলমানগণ সাত হিজরিতে খায়বারের যুদ্ধের সময় আবিসিনিয়া হতে মদিনায় প্রত্যাবর্তন করেন।
আবু তালেবের উপত্যাকায় বা শেয়াবে আবী তালেবের মুসলমানগণ অবরুদ্ধ কোরাইশগণ যখন দেখল, প্রবল বাধার মধ্য দিয়েও ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে। দেশ ছেড়ে বিদেশে পর্যন্ত ইসলামের বাণী পৌঁছে গিয়েছে। হাবশায় যেয়ে মুসলমানগণ নিরাপদে বসবাস করছে। তাদের দূত নিরাশ হয়ে ফিরে এসেছে। তখন তারা একত্রিত হয়ে সিদ্ধান্ত করল যে, মুসলমানগণকে উৎখাত করতে হলে তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক বর্জন করতে হবে। তাদের কিছুই ক্রয় বিক্রয় করা যাবে না। বাহির হতেও আমদানী করার সুযোগ বন্ধ করে দিতে হবে।
মুসলমানগণকে সাদরে গ্রহণ খৃষ্টান রাজা নাজ্জাশীর-৩য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন