মনে আল্লাহ তা’আলার ভয় – পর্ব ১

মনে আল্লাহ তা’আলার ভয় – শেষ পর্ব পড়তে এখানে ক্লিক করুন

হযরত জুন্নন মিশরী (রহঃ) বলেন, ইয়ামেনে একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন। একবার হজ্জ শেষে আমি তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সফরে রওয়ানা হলাম । আমার সাথে আরো কয়েক  ব্যক্তি যাত্রা করল। সহযাত্রীদের মধ্যে একজন ছিল বয়সে যুবক। প্রথম দর্শনেই আমি তার মধ্যে আল্লাহ ওয়ালাদের অনেক গুনের সমাবেশ দেখতে পেলাম।

আল্লাহর ভয়ে সে এতটা ভীত ছিল যে, তার চোখ হতে অনবরত অশ্রু ঝরছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন এ মুহূর্তে তার উপর কোন ভয়াবহ মুসীবত পতিত হয়েছে। আমরা তাকে তিরস্কার করে   বললাম, ভাই! তুমি নিজের নফসের উপর এত কোঠোরতা আরোপ করছ এতটা ঠিক নয়। দেহের প্রতি কিছু যত্ন নাও। কিন্তু সে আমাদের কোন কথায় কর্ণপাত না করে যথারিতী নিজের নফসের উপর নানাবিধ কঠোরতা আরোপপূর্বক মোজাহাদায় নীরব রইল। যা হোক , অবশেষে সে ইয়ামেন পর্যন্ত সফর করল।

ইয়ামেনে উপস্থিতির পর আমরা সন্ধান করে বুজুর্গের বাড়িতে  উপস্থিত হলাম। দরজায় শব্দ করার পর বুজুর্গ স্বয়ং এসে দরজা খুলে দিলেন। আমাদের মধ্যে সর্বপ্রথম সেই যুবক এগিয়ে এসে তাকে সালাম করে মোসাফা করল। বুজুর্গ মারহাবা” বলে যুবককে স্বাগত জানালেন।

অতঃপর একে একে আমরা সকলে তাকে সালাম করলাম। এবার যুবক বুজুর্গের সাথে কথা বলতে আরম্ভ করল। সে বলল, হে আল্লাহর ওলী! আল্লাহপাক আপনাদেরকে মানুষের রুহানী ফয়েজ ও আত্মার ব্যাধির চিকিৎসক বানিয়েছেন। আমার আত্মায় একটি ভয়াবহ ব্যাধি শিকঢ় গেড়ে বসেছে। অনুগ্রহ পূর্বক আপনি যদি এর চিকিৎসার ব্যবস্থা করেন। তবে আমি উপকৃত হব।

মনে আল্লাহ তা’আলার ভয় – শেষ পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।