বিশ্বনবীর লাশ চুরির চক্রান্ত-পর্ব ১

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-এর এন্তেকালের পর ৫৫৫ হিজরি সনে বাগদাদের সুলতান নুরুদ্দিন জঙ্গী এক রাতে ঈশার নামাজান্তে দীর্ঘ সময় কোর’আন তেলাওয়াতে মনোনিবেশ করেন এবং রাত্রির অর্ধেক অতিবাহিত হয়ে গেল তিনি না ঘুমিয়ে তাহাজ্জুতের নামাজ আরম্ভ অবস্থায় আল্লাহ তা’য়ালার নবীকে সপ্নযোগে দেখতে পান । তিনি সামনে এসে বলছেন যে, হে নুরুদ্দিন! দীর্ঘ দিন যাবত তিনজন ইহুদি আমাকে কষ্ট দিচ্ছে, আর চরম বেয়াদবীতে লিপ্ত আছে ।

 এই তিনজন বেয়াদবকে ধরে সত্বর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান কর । এই তিনজন লোকের চেহারা ও তাকে দেখানো হল । বাদশা নুরুদ্দিন এই ভয়াবহ সপ্ন দেখে ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি কিংকর্তব্যবিমুড় হয়ে পড়লেন । তার বড় চিন্তা এই ছিল, যে আল্লাহ তা’য়ালার নবীর সাথে কুচক্রী ইহুদিরা এমন কি বেয়াদবি করতে পারে? তিনি তো এখন কবর জীবনে? তবে কেন ইহুদিদের কবল হতে উদ্ধার পাওয়ার জন্য  আমাকে অনুরধ করছেন? তিনজন ইহুদিদের চেহারা আমাকে দেখানো হল কেন? এরা আল্লাহ তা’য়ালার নবীর ওপর কি বিপদ আনতে পারে ও বিয়াদবী করতে পারে? তাদেরকে পাকড়াও করার এবং দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের কথা বলা হয়েছে ।

শয়তান তো আল্লাহ তা’য়ালার নবীর আবয়বে আসতে পারবে না । চিন্তায় বিভোর বাদশা নুরউদ্দিন বিচলিত অবস্থায় গোসল ও অযু করলেন এবং তাড়াতাড়ি দুই রাকাত নামাজ আদায় করে দীর্ঘ সময় মহান আল্লাহ তা’য়ালার দরবারে ক্রন্দনরত অবস্থায় মোনাজাত করলেন । পার্শে এমন কাউ নেই যে, তার সাথে কিছু পরামর্শ করবেন, আর সপ্ন এমন নয় যে কারো কাছে ব্যক্ত করবেন । তিনি ঘুমবার চেষ্টা করলেন । দীর্ঘ সময় পর যখন তার একটূ ঘুমের ভান এলো, সাথে সাথে আল্লাহ তা’য়ালার নবী পিছনে তিনটি গোল চেহারাবিশিষ্ট লোকসহ উপস্থিত হলেন।

 তিনি বললেন নূরউদ্দিন তুমি এই তিনজন চরম বেয়াদবকে ধর, আর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান কর। বাদশা নূরউদ্দিন উচ্চস্বরে আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে কোথায় যাবেন, কী করবেন, কোন পথ না পেয়ে তাড়াতাড়ি গোসল করলেন, ওজু করলেন এবং দ্রুত গতিতে মুসাল্লায় অত্যধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দুই রাকাত নামাজ আদায় করে দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে মোনাজাত করলেন। দুই বার আল্লাহ তা’য়ালার নবীর আগমন এবং লম্বা জামা, পাগড়ীধারী, তাসবীহ হাতে, গোল চেহারাবিশিষ্ট তিন চরম বেয়াদবের কবল হতে উদ্ধারের আবেদন? তিনি কিছু স্থির করতে পারলেন না।

বিশ্বনবীর লাশ চুরির চক্রান্ত-পর্ব ২ পড়তে এখানে ক্লিক করুন  

You may also like...

দুঃখিত, কপি করবেন না।