বাচ্চাচোর জ্বিন

বর্ণনায় সা’দ বিন নাসরঃ একদল জ্বিন বনী আসাদের সর্দারের কাছে (বাইরের মানুষের রূপ ধরে) এসে বলল, আমাদের একটা উটনী হারিয়ে গেছে। তা আপনি যদি (উটনী খোঁজার সুবিধার্থে) সাকীফ গোত্রের কাউকে আমাদের সঙ্গে দেন, তো বড় ভাল হয়।

তিনি এক বালককে ওদের সাথে পাঠালেন ওদের মধ্যে একজন বাচ্চাটিকে তার পিছনে সওয়ার করে নিল। তারপর রওয়ানা দিল। যাবার পথে তারা একটা ডানাভাঙ্গা ঈগল পাখী দেখতে পেল। বাচ্চাটি তা দেখে কাঁদতে লাগল।

জ্বিনেরা জিজ্ঞেস করল, কি হল তোমরা, কাঁদছ কেন? সে বলল, একটা ডানা আমি ভেঙেছি, আর অন্যটা হটিয়ে দিয়েছি। আমি জোর গলায় আল্লাহর কসম করে বলছি- তোমরা মানুষ নও এবং তোমরা উটনী খুঁজতেও বের হওনি! একথা শুনে জ্বিনরা ছেলেটিকে সেখানেই ছেড়ে দেয় এবং সে ঘরে ফিরে আসে।

বাচ্চাচোর জ্বিন

বর্ণনায় সা’দ বিন নাসরঃ একদল জ্বিন বনী আসাদের সর্দারের কাছে (বাইরের মানুষের রূপ ধরে) এসে বলল, আমাদের একটা উটনী হারিয়ে গেছে। তা আপনি যদি (উটনী খোঁজার সুবিধার্থে) সাকীফ গোত্রের কাউকে আমাদের সঙ্গে দেন, তো বড় ভাল হয়।

তিনি এক বালককে ওদের সাথে পাঠালেন ওদের মধ্যে একজন বাচ্চাটিকে তার পিছনে সওয়ার করে নিল। তারপর রওয়ানা দিল। যাবার পথে তারা একটা ডানাভাঙ্গা ঈগল পাখী দেখতে পেল। বাচ্চাটি তা দেখে কাঁদতে লাগল।

জ্বিনেরা জিজ্ঞেস করল, কি হল তোমরা, কাঁদছ কেন? সে বলল, একটা ডানা আমি ভেঙেছি, আর অন্যটা হটিয়ে দিয়েছি। আমি জোর গলায় আল্লাহর কসম করে বলছি- তোমরা মানুষ নও এবং তোমরা উটনী খুঁজতেও বের হওনি! একথা শুনে জ্বিনরা ছেলেটিকে সেখানেই ছেড়ে দেয় এবং সে ঘরে ফিরে আসে।

আরো পড়তে পারেন...

মুগীরা ইবন শু’বা (রা)

নাম আবু আবদিল্লাহ মুগীরা, পিতা শু’বা ইবন আবী আমের। আবু আবদিল্লাহ ছাড়াও আবু মুহাম্মাদ ও…

সাপের তওবা

একটি সাপের ঘটনা বর্ণনা করছি। আমার কাছে যারা তালীম গ্রহন করতে আসে প্রথমেই আমি কাউকে…

আবদুল্লাহ ইবন হুজাফাহ আস-সাহমী-(রা)

আবু হুজাফাহ আবদুল্লাহ নাম। পিতার নাম হুজাফাহ। কুরাইশ গোত্রের বনী সাহম শাখার সন্তান। ইসলামী দাওয়াতের…