বাঘের রাজত্ব !!

একদা এক বনে একটি বাঘ বাস করতো।সেই বাঘকে বনের সকল প্রাণী ভয় পেতো।বাঘটি ওই বনের রাজা ছিলো।বনের সকল প্রাণী তাকে মানতো।এক দিন বাঘটির প্রচন্ড অসুস্থ হলো।বাঘটার অসুখে এমন অবস্থাই হলো যে তার তার নড়া চড়ার মতো ক্ষমতাও ছিলো না।বাঘটার এমন দূরবস্তা দেখে বনের অনেক প্রাণী বাঘের ওপর তাদের প্রতিশোধ নিলো।কেউ খামচি মেরে,কেউ কামড় দিয়ে,আবার কেউ লাথি মেরে।শেষে এক গাধা আসলো তার প্রতিশোধ নেওয়ার জন্য।গাধাটি তার পেছনের জোরা দুই পা দিয়ে বাঘটিকে জোরে একটি লাথি মারলো।বাঘটি মনে মনে ভাবলো…. এক সময় যে সব প্রাণী তাকে ভয় পেতো তার আজ তারা(বাঘের) প্রতি প্রতিশোধ নিচ্ছে এবং শেষে কী না গাধার মতো এক তুচ্ছ প্রাণীও তাকে লাথি মারলো। [Moral of the story:- মানুষ যখন বিপদে পরে তখন সমাজের অনেকেই তাকে  অপদস্ত করে।এমন কী সমাজের নিচু মানুষরাও।] –সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়তে পারেন...

ভালুক ও কাঠবিড়ালী

কবি কাজী নজরুল ইসলামের ‘খুকি ও কাঠবিড়ালী’ কবিতাটি কম-বেশি সবাই পড়েছে। এ কবিতাটির কারণেই ছোট্ট…

যে হোটেলের কর্মীরা কখনও ছুটি নেয় না!

আচ্ছা ভাবুনতো এমন একটি হোটেলের কথা যেখানে খাবার তৈরি থেকে শুরু করে পরিবেশন, টেবিল পরিস্কার,…

মায়ের উপদেশ

হযরত ওমর (রাঃ) এর শাসন আমল। কাদেসিয়ার যুদ্ধে যোগদানের পূর্বে মা তার চার পূত্র সন্তানকে…

বাঘের রাজত্ব !!

একদা এক বনে একটি বাঘ বাস করতো।সেই বাঘকে বনের সকল প্রাণী ভয় পেতো।বাঘটি ওই বনের রাজা ছিলো।বনের সকল প্রাণী তাকে মানতো।এক দিন বাঘটির প্রচন্ড অসুস্থ হলো।বাঘটার অসুখে এমন অবস্থাই হলো যে তার তার নড়া চড়ার মতো ক্ষমতাও ছিলো না।বাঘটার এমন দূরবস্তা দেখে বনের অনেক প্রাণী বাঘের ওপর তাদের প্রতিশোধ নিলো।কেউ খামচি মেরে,কেউ কামড় দিয়ে,আবার কেউ লাথি মেরে।শেষে এক গাধা আসলো তার প্রতিশোধ নেওয়ার জন্য।গাধাটি তার পেছনের জোরা দুই পা দিয়ে বাঘটিকে জোরে একটি লাথি মারলো।বাঘটি মনে মনে ভাবলো…. এক সময় যে সব প্রাণী তাকে ভয় পেতো তার আজ তারা(বাঘের) প্রতি প্রতিশোধ নিচ্ছে এবং শেষে কী না গাধার মতো এক তুচ্ছ প্রাণীও তাকে লাথি মারলো। [Moral of the story:- মানুষ যখন বিপদে পরে তখন সমাজের অনেকেই তাকে  অপদস্ত করে।এমন কী সমাজের নিচু মানুষরাও।] –সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *