ঈগল আর চিলের গল্প

সবাই তো জানে, ঈগল হচ্ছে পাখীদের রাজা। একদিন গাছের ডালে বসে ছিল এক মেয়ে ঈগল, যার মনে ছিল গভীর দুঃখ। তার পাশে বসে ছিল এক ছেলে চিল। চিল ঈগলকে জিজ্ঞেস করল, “কি হয়েছে, কেন এমন দুঃখী মুখে বসে আছো?” ঈগল বলল, “কত খুঁজলাম, কিন্তু আমার উপযুক্ত সঙ্গী কাউকে মনে ধরল না।” চিল তখন বলল, “আমায় নাও, জানো আমার গায়ে কত জোর? তোমার থেকে অনেক বেশি।” ঈগল উত্তর দিল, “কি লাভ তাতে, তোমার এই জোর আমার কোন উপকারে আসবে? তুমি কি আমার খাবারের ব্যবস্থা করতে পারবে?” চিল বলল, “হ্যাঁ, তুমি জানো আমি কত বড় বড় উটপাখী তুলে নিয়ে এসেছি।” ঈগল এই কথায় মুগ্ধ হয়ে চিলকে তার সঙ্গী করে নিল। তাদের বিয়ে হয়ে গেল। এরপর ঈগল চিলকে বলল, “এবার উড়ে গিয়ে আমার জন্য উটপাখী ধরে নিয়ে আস।” চিল উঁচু আকাশে উড়ে গেল এবং কিছু সময় পর একটি ইঁদুর ধরে এনে ঈগলকে দিল। ঈগল রেগে গিয়ে বলল, “তুমি এমন বড় বড় কথা দিয়ে আমার জন্য এই শিকার নিয়ে এসেছো?” চিল হাসতে হাসতে বলল, “তোমার মতো রাজকুমারীকে বিয়ে করতে আমি কোন প্রতিশ্রুতি দিতে রাজি, সে প্রতিশ্রুতি আমি রাখতে পারি বা পারি না, তাতে আমার কিছু যায় আসে না।”

এটি একটি পুরোনো বচন শেখায়: “বিয়ে করতে চাওয়ার আগে মানুষের প্রতিশ্রুতি অনেক বুঝে শুনে নেয়া উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ঈগল আর চিলের গল্প

সবাই তো জানে, ঈগল হচ্ছে পাখীদের রাজা। একদিন গাছের ডালে বসে ছিল এক মেয়ে ঈগল, যার মনে ছিল গভীর দুঃখ। তার পাশে বসে ছিল এক ছেলে চিল। চিল ঈগলকে জিজ্ঞেস করল, “কি হয়েছে, কেন এমন দুঃখী মুখে বসে আছো?” ঈগল বলল, “কত খুঁজলাম, কিন্তু আমার উপযুক্ত সঙ্গী কাউকে মনে ধরল না।” চিল তখন বলল, “আমায় নাও, জানো আমার গায়ে কত জোর? তোমার থেকে অনেক বেশি।” ঈগল উত্তর দিল, “কি লাভ তাতে, তোমার এই জোর আমার কোন উপকারে আসবে? তুমি কি আমার খাবারের ব্যবস্থা করতে পারবে?” চিল বলল, “হ্যাঁ, তুমি জানো আমি কত বড় বড় উটপাখী তুলে নিয়ে এসেছি।” ঈগল এই কথায় মুগ্ধ হয়ে চিলকে তার সঙ্গী করে নিল। তাদের বিয়ে হয়ে গেল। এরপর ঈগল চিলকে বলল, “এবার উড়ে গিয়ে আমার জন্য উটপাখী ধরে নিয়ে আস।” চিল উঁচু আকাশে উড়ে গেল এবং কিছু সময় পর একটি ইঁদুর ধরে এনে ঈগলকে দিল। ঈগল রেগে গিয়ে বলল, “তুমি এমন বড় বড় কথা দিয়ে আমার জন্য এই শিকার নিয়ে এসেছো?” চিল হাসতে হাসতে বলল, “তোমার মতো রাজকুমারীকে বিয়ে করতে আমি কোন প্রতিশ্রুতি দিতে রাজি, সে প্রতিশ্রুতি আমি রাখতে পারি বা পারি না, তাতে আমার কিছু যায় আসে না।”

এটি একটি পুরোনো বচন শেখায়: “বিয়ে করতে চাওয়ার আগে মানুষের প্রতিশ্রুতি অনেক বুঝে শুনে নেয়া উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়তে পারেন...

মুগীরা ইবন শু’বা (রা)

নাম আবু আবদিল্লাহ মুগীরা, পিতা শু’বা ইবন আবী আমের। আবু আবদিল্লাহ ছাড়াও আবু মুহাম্মাদ ও…

সাপের তওবা

একটি সাপের ঘটনা বর্ণনা করছি। আমার কাছে যারা তালীম গ্রহন করতে আসে প্রথমেই আমি কাউকে…

আবদুল্লাহ ইবন হুজাফাহ আস-সাহমী-(রা)

আবু হুজাফাহ আবদুল্লাহ নাম। পিতার নাম হুজাফাহ। কুরাইশ গোত্রের বনী সাহম শাখার সন্তান। ইসলামী দাওয়াতের…