প্রকৃত বোকার পরিচয়

মানুষকে যখন কেউ প্রশংসা করে তখন সে নির্ভরযোগ্য নিজেকে ধরে নিয়ে সত্যি সত্যি নিজেকে ভাল মনে করে। একবারও ভেবে দেখে না যে সে আল্লাহর কাছেও ভাল কিনা।

এক নাপিতনী তার প্রতিবেশী এক মহিলাকে নাকের নথ খুলে মুখ ধুতে দেখেছিল। নথ খুলতে দেখে ভাবলো মেয়েটি বিধবা। দৌড়ে গিয়ে তার নাপিতকে বললো, বসে দেখছো কী? তাড়াতাড়ি মেয়েটির স্বামীকে খবর দাও, তার স্ত্রী বিধবা হয়েছে।

নাপিত তাড়াতাড়ি উঠি পড়ি করে মেয়েটির স্বামীর কাছে গিয়ে বললো, হুযুর, বরবাদ হয়ে গেছে! আপনার স্ত্রী বিধবা হয়েছে। এ খবর শোনা মাত্র লোকটি কাঁদতে লাগলো, হায় আমার কি হবে? বন্ধুরা সব ছুটে আসলো। জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? খুলে বল কী হয়েছে?

বললো, সর্বনাশ হয়েছে। আমার স্ত্রী বিধবা হয়েছে।

বন্ধু বললো, তোমার জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে নাকি? তুমি স্বশরীরে জীবন্ত বসে আছ আর বলছ, তোমার স্ত্রী বিধবা হয়েছে?

লোকটি বললো, হ্যাঁ, তা তো ঠিকই। আমি জীবিতই তো আছি। কিন্তু খবর যে নির্ভরযোগ্য লোক দিয়েছে! না কেঁদে তো পারি না।

সেরুপ আজকাল মানুষ প্রশংসাকারীকে নির্ভরযোগ্য মনে করে আত্নভোলা হয়ে যায় এবং গুনাহগার হওয়া সত্ত্বেও নিজেকে নেককার ভাবে।

আল্লাহ তাকে ভাল বললো কিনা সেদিকে লক্ষ্য করা না। এরা হলো প্রকৃত বোকা।

আরো পড়তে পারেন...

নবী জীবনের গল্প

আজকের আসরে আমরা এমন এক মহামানবের কথা বলব- তাঁর চেয়ে উত্তম কোনো সন্তান আজ পর্যন্ত…

লোভী পিঁপড়া

‘লোভে পাপ, পাপে মৃত্যু’ কিংবা ‘লোভের ফল ভাল নয়’-এই প্রবাদ দু’টি সবাই জানে। এ প্রবাদ…

হৃদয়ের ব্যাধি সারানোর উপায় !

এক ব্যক্তি এসে সুফয়ান আস- সাওরীকে জিজ্ঞেস করলোঃ “আমি হৃদয়ের ব্যাধিতে ভুগছি, আমাকে কোনো প্রতিষেধক…

প্রকৃত বোকার পরিচয়

মানুষকে যখন কেউ প্রশংসা করে তখন সে নির্ভরযোগ্য নিজেকে ধরে নিয়ে সত্যি সত্যি নিজেকে ভাল মনে করে। একবারও ভেবে দেখে না যে সে আল্লাহর কাছেও ভাল কিনা।

এক নাপিতনী তার প্রতিবেশী এক মহিলাকে নাকের নথ খুলে মুখ ধুতে দেখেছিল। নথ খুলতে দেখে ভাবলো মেয়েটি বিধবা। দৌড়ে গিয়ে তার নাপিতকে বললো, বসে দেখছো কী? তাড়াতাড়ি মেয়েটির স্বামীকে খবর দাও, তার স্ত্রী বিধবা হয়েছে।

নাপিত তাড়াতাড়ি উঠি পড়ি করে মেয়েটির স্বামীর কাছে গিয়ে বললো, হুযুর, বরবাদ হয়ে গেছে! আপনার স্ত্রী বিধবা হয়েছে। এ খবর শোনা মাত্র লোকটি কাঁদতে লাগলো, হায় আমার কি হবে? বন্ধুরা সব ছুটে আসলো। জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? খুলে বল কী হয়েছে?

বললো, সর্বনাশ হয়েছে। আমার স্ত্রী বিধবা হয়েছে।

বন্ধু বললো, তোমার জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে নাকি? তুমি স্বশরীরে জীবন্ত বসে আছ আর বলছ, তোমার স্ত্রী বিধবা হয়েছে?

লোকটি বললো, হ্যাঁ, তা তো ঠিকই। আমি জীবিতই তো আছি। কিন্তু খবর যে নির্ভরযোগ্য লোক দিয়েছে! না কেঁদে তো পারি না।

সেরুপ আজকাল মানুষ প্রশংসাকারীকে নির্ভরযোগ্য মনে করে আত্নভোলা হয়ে যায় এবং গুনাহগার হওয়া সত্ত্বেও নিজেকে নেককার ভাবে।

আল্লাহ তাকে ভাল বললো কিনা সেদিকে লক্ষ্য করা না। এরা হলো প্রকৃত বোকা।