পিপীলিকার রাজার সাথে আলোচনা- ১ম পর্ব
একদা হযরত ছোলায়মান (আঃ) তাঁর লোক লস্কর সৈন্য সামন্ত নিয়ে সিংহাসনে আরোহন করে এক নতুন যায়গায় গিয়ে অবতরণ করলেন। সেখানে অবতরণ করা মাত্র তিনি শুনলেন পিপীলিকার রাজা চিৎকার করে বলছে, হে পিপীলিকার দল! তোমরা অতি সত্তর নিজ নিজ গর্তে আশ্রয় গ্রহন কর। কারণ একদা হযরত ছোলায়মান (আঃ) তাঁর সৈন্য সামন্ত নিয়ে এখানে এসে পৌঁছেছেন। তোমারা নিজ আশ্রয়ে না গেলে পায়ে পিষ্টে মারা যাবে।
একদা হযরত ছোলায়মান (আঃ) পিপীলিকার কথা শুনে হাসলেন এবং বললেন ক্ষুদ্র প্রাণী পিপীলিকার রাজা এত সতর্ক এবং দয়াবান তা আমি কোন দিন ভাবি নি। তিনি তখন পিপীলিকার রাজাকে হাতে তুলে জিজ্ঞেস করলেন, তুমি তোমার প্রজাবৃন্দের প্রতি এতটা মেহেরবান কেন এবং আমার সম্পর্কে যে উক্তি করেছ তাতে মনে হয় আমি প্রাণীকুলের উপর জুলুম করে থাকি। আমার উপর এভাবে কেন দোষারোপ করলে? পিপীলিকার রাজা উত্তর দিলেন হে আল্লাহর খলিফা! আপনি আল্লাহ তায়ালার একজন শ্রেষ্ঠ নবী। তাই আপনার দায়িত্ব অনেক বড়। আমরা অত্যন্ত ক্ষুদ্র প্রাণী, আমাদের দায়িত্ব ক্ষুদ্র।
আল্লাহ তায়ালা আমার উপর প্রজাদের ভাল-মন্দ দেখাশুনার দায়িত্ব অর্পন করেছেন, সে হিসাবে তাদের সুখে আমি সুখি হই এবং তাদের দুঃখে আমি অস্থির হয়ে পড়ি। এ ছাড়া তাদের ভাল মন্দের দায়িত্ব আল্লহ তায়ালা আমার উপর অর্পন করেছেন। তাদের দুঃখের সময় যদি আমি গাফিলতি করে থাকি তবে কিয়ামতের দিন বিচারে আমি অপরাধী হব। এ জন্য আপনার সৈন্যদের আগমন এবং তাদের অশ্ব চালনার সময় তাদের বেখায়ালে আমার প্রজাবৃন্দ পদতলিত হতে পারে। ভেবে আমি তাদের সতর্ক করে দিয়েছি।
পিপীলিকার রাজার সাথে আলোচনা- ২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন