নমরুদের গজবী মৃত্যু-পর্ব ২

নমরুদের গজবী মৃত্যু-পর্ব ১ পড়তে এখানে ক্লিক করুন

হযরত ইব্রাহীম (আঃ) আল্লাহর হুকুম পেয়ে আর বিলম্ব করার চিন্তা করলেন না। যদিও সায়েরা ও অন্যান্য সঙ্গী সাথীগণ কিছুদিন অপেক্ষা করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু নবী সে দিকে কর্ণপাত না করে সোজা ব্যাবিলনের পথে রওয়ানা করলেন। কয়েক দিন ধরে অকেন কষ্ট করে তিনি নমরুদের রাজ্যে গিয়ে পৌঁছলেন। নমরুদ ইতিমধ্যে নবীর অবর্তমানে তার নাস্তিক সহচরদের কান কথায় নিজ খোদায়ী দাবির ক্ষেত্রে যথেষ্ট মজবুত হয়েছিল। হযরত ইব্রাহীম (আঃ) যখন দ্বিতীয়বার তাকে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন তখন তার প্রতি ভীষণ ক্ষীপ্ত হয়ে বলল, ইব্রাহীম! তুমি আমাকে আর বিরক্ত কর না। আমি আমার খোদায়ী দাবির ক্ষেত্রে অনড়। তুমি অযথা সময় নষ্ট করে এখানে পুনর্বার কেন এসেছ? আমি তোমার খোদা কে হত্যা করেছি আমার নিক্ষিপ্তি সে রক্ত মাখা তীর সারা দেশের মানুষ দেখেছে। অতএব তোমার সে মরা খোদার ভয় আমি করি না। তুমি এবার যদি আমাকে অধিক উত্যাক্ত কর তাহলে আমি তোমাকে নিজ হাতে শাস্তি দেব।

হযরত ইব্রাহীম (আঃ) নমরুদের কথা শুনে বললেন, হে রাজা নমরুদ! তুমি যে অর্থ সম্পদের গর্বে খোদায়ী দাবী করছ তা সবই মহান প্রভুর দান। তিনি ইচ্ছে করলে তোমার সমস্ত সম্পদ ছিনিয়ে নিতে পারেন এবং তোমাকে যে কোন সময় কঠিন বিপদের সম্মুখীন করতে পারেন। তার মোকাবেলা করা তোমার পক্ষে কোন দিন সম্বাব নয়। অতএব সমস্ত অহমিকা পরিত্যাগ করে মহান আল্লাহ তা’য়ালার উপর ঈমান আন। তিনি যদি তোমার উপর বিরূপ হন তাহলে তোমার শক্তি ও অর্থের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অতএব আর সময় নষ্ট কর না, তোমার জীবনের অন্তিম সময় প্রায় এসে গেছে। আমি তোমাকে শেষ বারের মত দ্বীনের দাওয়াত দিতে এসেছি।

নমরুদ নবীর কথা শুনে তেলে-বেগুনে জ্বলে উঠল এবং কর্কস্বরে বলল, ইব্রাহীম! তুমি ও তোমার খোদা আমার রাজ্য থেকে চলে যাও, না হয় আমার সাথে মোকাবেলা করার জন্য সম্মুখে হাজির হও। নবী বললেন, হে রাজা নমরুদ! তুমি আমার মহান আল্লাহর সাথে মোকাবেলা করতে চাও, তবে প্রস্তুত হও।  কবে কোথায় এ মোকাবেলা হবে বলে দাও। নমরুদ বলল, হ্যাঁ, উত্তম প্রস্তাব আস সকল বুঝা পড়া চূড়ান্ত হবে যুদ্ধক্ষেত্রে। এই বলে নমরুদ তখন থেকে সৈন্যদের প্রস্তুত নিতে আদেশ দিলেন। হযরত ইব্রাহীম (আঃ) বিমর্ষবদনে সেখান থেকে নিজ আত্মীয়-স্বজনের নিকট ফিরে এলেন। আত্মীয়-স্বজনদের কতক নবীকে আদর করল এবং প্রাণ দিয়ে যত্ন করল। আবার কতকে বিরোধীতা করতেও ছাড়ল না।

সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী

নমরুদের গজবী মৃত্যু-পর্ব ৩ পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।