দীর্ঘ জীবন লাভের আকাঙ্ক্ষা -২য় পর্ব
দীর্ঘ জীবন লাভের আকাঙ্ক্ষা -১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন
হযরত খেজের (আঃ) যেখানে পৌঁছতে কয়েকদিন হেঁটেছেন সেখান থেকে বের হতে তাঁর দশ ভাগের এক ভাগ সময়ও লাগল না। অল্প সময়ের মধ্যে তিনি অন্ধকার থেকে বেরিয়ে এসে জুলকরনাইনকে খুজতে আরম্ভ করলেন। দীর্ঘ সময় পরে কতক সৈন্যদের সাথে তাঁর সাক্ষাৎ হল। তারা খেজের (আঃ) – কে দেখে চিনতে পারলেন না। খেজের (আঃ) এর চেহারা এমন উজ্জ্বল হল যাতে পূর্বের চেহারার সাথে তাঁর কোন মিল ছিল না। তাই সৈন্যদের সাথে কথা বলে পরিচয় করতে হয়েছে। খেজের (আঃ) সৈন্যদের নিকট জুলকরনাইন সমন্ধে জিজ্ঞেস করল তারা জানায় যে, তিনি এক বছর পূর্বে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে কোথায় গিয়েছেন তাঁর কোন খবর জানা নেই।
ওদিকে জুলকরনাইন বিচ্ছিন্ন অবস্থায় বহু স্থান ঘুরে ঘুরে এক অন্ধকার গুহায় প্রবেশ করেন। অনেক অভ্যন্তরে পৌঁছে তিনি এক বিরাট অট্টালিকা দেখতে পান। তিনি অট্টালিকার কাছে পৌঁছে দেখেন দরজায় বড় আকারের অনেক মোরগ-মুরগি তারা জুলকরনাইনকে দেখে জিজ্ঞেস করল, হে পৃথিবী অধিকারী বাদশা! আপনি এখানে এসেছেন কেন? জুলকরনাইন উত্তর দিলেন, আমি আবেহায়াতের খোঁজে এখানে এসেছি। যদি আবেহায়াত পেতাম তবে তা পান করে দীর্ঘজীবি হবার আশা করেছিলাম। জুলকরনাইনের কথা শুনে মোরগেরা হেসে দিল এবং বলল, আল্লাহ তা’য়ালা আপনাকে যে বিশাল রাজ্য ও অফুরন্ত সুখ-স্বাচ্ছন্দ দান করেছেন তাতে আপনার তৃপ্তি হল না।
এখন আপনি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চান। আপনাকে এতটা লোভে জড়িত হয়ে পড়া উচিত ছিল না। কারণ পৃথিবীর বয়স শেষ, এখন গান বাজনার প্রচলন হয়েছে। পুরুষেরা মেয়েদের বেশ ধারণ করবে এবং মেয়েরা পুরুষের বেশ ধারণ করবে এবং মানুষ বড় বড় ইমারত তৈরি করে পার্থিব আয়েশ আরামে বিভোর হয়ে থাকবে। আল্লাহর স্মরণ মানুষের মধ্যে থাকবে না। এ পর্যন্ত শেষ নয়; দিন দিন মানুষ আরো অধঃপতনের দিকে অগ্রসর হবে।
এ সময় আপনার দীর্ঘজীবি হবার সার্থকতা কোথায়। এ কথা বলে মোরগ পাখা ঝাপটা দিল তখন অট্টালিকা গুলো মণিমুক্তা, জহর ও পান্না নামক বিভিন্ন মূল্যবান পাথরে পরিপূর্ণ হয়ে গেল। তখন মোরগ জিজ্ঞেস করল, আপনি কি এ সবের জৌলুস চান? জুলকরনাইন উত্তর দিলেন না আমি এ সব চাই না। মোরগ বলল, তবে আপনি সম্মুখ দিকে অগ্রসর হলেন। জুলকরনাইন মোরগের কথা অনুসারে সম্মুখ দিকে অগ্রসর হলেন। কিছু দূর গিয়ে দেখেন হযরত ইস্রাফিল (আঃ) এর ন্যায় এক ব্যক্তি বিরাটকায় এক সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে। সে কোন দিক তাকাচ্ছে না। শুধু আকাশের পানে আকিয়ে আছে। জুলকরনাইন সেখানে পৌঁছে ইস্রাফিলকে ছালাম করলেন। ইস্রাফিল (আঃ) জবাব দিয়ে বললেন, হে জুলকরনাইন! তুমি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছ? জুলকরনাইন বললেন, আমি আবেহায়াতের পানি অনুসন্ধান করছি। আমি সে পানি পান করে দীর্ঘজীবি হতে চাই।
সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী