তওহীদের প্রকাশ

আল্লাহ যখন প্রকাশ্যে প্রচারের নির্দেশ দেন তখন এ উদ্দেশ্যে রাসূলুল্লাহ (সাঃ) যেসব ব্যবস্থা গ্রহণ করেন তা উপরে বর্ণিত হয়েছে। গৃহীত সেসব ব্যবস্থার আপাতদৃষ্টিতে কোন সফল পাওয়া না গেলেও বিষয়টি সর্বসাধারণের মাঝে সাধারণ আলোচনায় পরিণত হয়।

বলা চলে, এসব ব্যবস্থা গ্রহণের ফলে সত্যের আহ্বান কুরাইশদের কানে প্রবেশ করে যদিও তাদের মর্ম স্পর্শ করতে পারেনি। পুরুষানুক্রমিক সংস্কার, বংশ পরম্পরাগত বিশ্বাস, পৌরোহিত্যের প্রলোভন, পারিপার্শ্বিক অবস্থা কুরাইশদের অন্তর সম্পূর্ণ অন্ধ করে রেখেছিল। তাওহীদের আলো সে অন্ধকার দুনিয়ায় এত সহজে জায়গা দখলের কোন সুযোগ ছিল না।


আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই তিনিই সৃষ্টিকর্তা, জীবন ও মৃত্যুদাতা, জীবন মৃত্যুর মালিক একমাত্র তিনি শত শত বছর পরে এ আহ্বান পুনরায় মক্কার আকাশে বাতাসে গুঞ্জরিত হতে থাকে। যদিও এখন পর্যন্ত কোন ফল লাভ হয়নি, তবুও তাওহীদ তথা এক আল্লাহ, আল্লাহর নবী ইত্যাদি বিষয় সর্বসাধারণের মধ্যে সাধারণ আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।