জানাযার নামাযের সময় সুদ খাওয়া মুর্দা খাটিয়ার উপর ৩ বার উঠে বসলো

হায়দরাবাদের টেন্ডুআদম এলাকার একটি ঘটনা এখানে উল্লেখ করা যাচ্ছে। একজন কাপড় ব্যবসায়ী সুদের উপর টাকা খাটাতো। এ ব্যবসায়ীর মৃত্যুর পর তার লাশ দাফনের আগে জানাযার নামাযের জন্য বহু লোক সমবেত হলো। ইমাম সাহেব জানাযার নামাযের নিয়ত বাঁধার সাথে সাথে মুর্দা খাটিয়ার উপর বসলো। ইমাম নিয়ত ছেড়ে দিলেন।

কয়েকজন এসে লাশ খাটিয়ায় শুইয়ে দিলো। চারদিকে হৈচৈ পড়ে গেল। দ্বিতীয়বার ইমাম জানাযার নামাযের নিয়ত করার পর একই ঘটনা ঘটলো। কয়েকজন লাশ শুইয়ে দিলো। তৃতীয়বারও মুর্দা উঠে বসায় ইমাম তার জানাযা পড়তে অস্বীকার করলো।

ইমাম উপস্থিত লোকদের জিজ্ঞেস করল এ লোক জীবদ্দশায়  কি কাজ করতো। লোকেরা বলল, সে কাপড়ের ব্যবসা করতো আর সুদের উপর টাকা খাটাতো। তারপর জানাযার নামায ছাড়াই লাশ উপর থেকে কবরে ফেলে দেয়া হলো। লাশ কবরে ফেলার সাথে সাথে কবর ডেবে গেল। লোকেরা যতোটা সম্ভব মাটি এবং অন্যান্য জিনিস ফেলে কবরের গুহা বন্ধ করার চেষ্টা করলো এবং কবরে ফাতেহা পাঠ না করেই সবাই ঘরে ফিরে গেল।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।