ছামুদ সম্প্রদায়ের বসতি কোথায় ছিল
ছামুদ সম্প্রদায় হেজর নামক স্থানে বসবাস করত। কুরআন শরীফে তাদেরকে ‘আসহাবে হেজর’ বলা হয়েছে। হেজাজ ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে ওয়াদিয়ে কুরা পর্যন্ত যে বিশাল প্রান্তর রয়েছে তাই ছামুদ সম্প্রদায়ের বাসস্থান ছিল। বর্তমানে এ স্থানটি ‘ফাজজুন নাকা’ নামে প্রসিদ্ধ। আদ সম্প্রদায়ের লোকেরা আরবের দক্ষিণ এলাকায় বসবাস করত। সে সম্প্রদায়ের ধ্বংসের পর পরিত্রানকৃত লোকেরা আরবের উত্তরে এ এলাকায় বসবাস শুরু করে।
প্রকৃত পক্ষে পূর্ণ এলাকাটির নাম হেজর নয়। কোন কোন ঐতিহাসিকদের মতে এ বিস্তৃত এলাকায় মধ্যে সতের শত শহর ও গ্রাম ছিল। তন্মধ্যে যে শহরটি সিরিয়ার নিকটবর্তী ছিল তাঁর নাম ওয়াদিয়ে কুরা আর অন্যান্য শহর ও গ্রাম এ দু শহরের মধ্যে অবস্থিত ছিল। এমনকি অত্র এলাকায় এখনও ছামুদ সম্প্রদায়ের বাড়ি ঘরের ধ্বংসাবশেষের চিহ্ন খুঁজে পাওয়া যায়।
ছামুদ সম্প্রদায়গুলোর ন্যায় ছামুদ সম্প্রদায়ও মূর্তি পূজক ছিল। মহান সৃষ্টিকর্তা আল্লাহ্ পাককে বাদ দিয়ে মূর্তি পূজা ও শিরকের মধ্যে লিপ্ত হয়ে পড়েছিল। তাঁদের সংশোধন ও হেদায়েতের জন্য আল্লাহ্ পাক হযরত ছালেহ (আঃ) কে প্রেরণ করলেন।