চিনিউটে বৃষ্টির পানিতে বৃদ্ধের বেরিয়ে আসা লাশ ছিল অবিকৃত

১৯৯২ সালে প্রবল বৃষ্টিতে চিনিউট থানা সদরে কবরস্থানে পানি জমে যায়। একটি কবরে আশি বছরের বয়ষ্ক একজন বৃদ্ধের লাশ পানিতে ভাসছিল। এ খবর দাবানলের মত থানা শহরে ছড়িয়ে পড়লে দলে দলে লোক বৃদ্ধের লাশ দেখার জন্য ছুটে যায়।

দেড় বছরে আগে সমাধিস্থ বৃদ্ধের লাশ যেভাবে দাফন করে হয়েছিল, দেড় বছর পরেও একই রকম রয়েছে। তার দাড়ি ছিল একই রকম। দাড়ির এক গাছি চুলও ঝরে পড়ে নাই। বৃদ্ধকে নতুন কাফন পরিধান করিয়ে নতুন কবরে পুনরায় দাফন করা হয়।

সূত্রঃ চোখে দেখা কবরের আযাব

কবর থেকে মহিলার কাফন চুরি; ভূমিকম্পে শেখুপুরা শহর কেঁপে উঠেছিল

মুলতানের একজন সৎ জমিদার মৃত্যুর সময় বললেন, বন্ধুগণ অপেক্ষা করছে, আমাকে যেতে হবে