চার খলিফা সম্পর্কে ভবিষ্যদ্বানী

হযরত ইবনে হাব্বান (রাঃ) রাসূলুল্লাহ (সাঃ) এর আজাদকৃত গোলাম হযরত ছাকীনা (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহর রাসূল (সাঃ) মসজিদে নববী নির্মাণের সময় স্বীয় হস্ত মোবারকে একটি পাথর নিয়ে তার ভিত্তি প্রস্তর করেন অতঃপর আবূ বকর (রাঃ) কে নির্দেশ দিলেন, তুমি তোমার পাথরটি আমার পাথরের সাথে স্থাপন কর।

রাসূলুল্লাহ (সাঃ) এর নির্দেশ মত তিনি রাসূল (সাঃ) যেখানে পাথর স্থাপন করেছেন তিনি সেটার পাশে নিজের পাথরটি স্থাপন করলেন। অতঃপর নবী করীম (সাঃ) হযরত ওমর (রাঃ) কেও একই নির্দেশ দিলেন। তিনি একটি পাথর উঠিয়ে হযরত আবূ বকরের পাথরের পাশে স্থাপন করলেন। এরপর আল্লাহর রাসূল (সাঃ) হযরত ওসমান (রাঃ) কে নির্দেশ দিলেন যে, তুমি একটি পাথর নাও এবং ওমরের পাশে তোমার পাথরটি স্থাপন কর। তিনি রাসূলুল্লাহ (সাঃ) এর নির্দেশ মতো তাই করলেন। অতঃপর তিনি বললেন, এরা খলীফা হবেন।

পরবর্তীতে রাসূল (সাঃ) এর ভবিষ্যদ্বানী অনু্যায়ী তাঁরা একের পর এক মুসলিম জাহানের খলীফা মনোনীত হয়েছিলেন।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।