গ্রীক পুরান অনুযায়ী ইলেক্ট্রা হলো মাইসিনির রাজা অগমেনন এবং রানী ক্লাইটেমনেস্ট্রার কন্যা। রাজা অগমেনন ছিলেন ট্রয় যুদ্ধে গ্রীকদের প্রধান সেনাপতি । ট্রয় যুদ্ধে যাবার আগে অগমেনন তার বড় মেয়ে ইফিগেনিয়াকে দেবী এথেনার উদ্দেশ্যে উৎসর্গ করে ,এই ঘটনায় অগমেননের স্ত্রী ক্ষুব্ধ হয় , এবং তার মধ্যে প্রতিশোধের স্পৃহা জেগে ওঠে । অগমেনন যখন ট্রয় যুদ্ধে যায় তখন রানী ক্লাইটেমনেস্ট্রার সাথে অগিস্থাসের প্রেম গড়ে ওঠে । রাজা অগমেনন যখন ট্রয় যুদ্ধ থেকে ফিরে আসে , তখন রানী ক্লাইটেমনেস্ট্রার ষড়যন্ত্রে অগিস্থাস অগমেননকে হত্যা করে। এবং অগিস্থাস সিংহাসনে বসে । সিংহাসনে বসার পরই অগিস্থাস অগমেননের পুত্র অরিস্টিসকে হত্যা করার সিদ্ধান্ত নেয় , কারন অরিস্টিস বড় হয়ে তার পিতা হত্যার প্রতিশোধ নিতে পারে ।
অগমেননের কন্যা , অগিস্থাসের এই ষড়যন্ত্রের কথা জানতে পারে , এ জন্য সে কৌশলে তার ভাই অরিস্টিসকে পার্শবর্তী রাস্ট্রের রাজা স্ট্রফিয়াসের কাছে পাঠিয়ে দেয় । এবং অপেক্ষায় থাকে তার ভাই একদিন ফিরে আসবে , এবং তার সহযোগীতায় পিতৃহত্যার প্রতিশোধ নেবে।
ইলেক্ট্রা এক বিশ্বস্ত বার্তাবাহকের মাধ্যমে ,তার ভাই অরিস্টিসের সাথে যোগাযোগ রাখে , এবং বারবার প্রতিশোধের কথা মনে করিয়ে দেয় । অরিস্টিস আর স্ট্রফিয়াসের পুত্র পেইলেডস দুজন একসাথে বেড়ে উঠতে থাকে।
অবশেষ , ক্লাইটেমনেস্ট্রা এবং অগিস্থাস চালাকি করে ইলেক্ট্রাকে একজন সাধারণ কৃষকের সাথে বিয়ে দেয় ,
কারন তাদের ধারনা ছিলো একজন কৃষকের ঔরষজাত সন্তান কখনোই সিংহাসন বা প্রতিশোধের চিন্তা করার সাহস পাবেনা।
কৃষকের সাথে বিয়ে হলেও , ইলেক্ট্রা সেই কৃষকের সাথে মিলিত হওয়া থেকে বিরত থাকে , বলতে গেলে তাদের বিয়ে শুধু নামেই বিয়ে ছিলো ।
এদিকে , ইলক্ট্রার ভাই ,অরিস্টিস, পেইলেডসের সাথে পরামর্শ করে প্রতিশোধের পরিকল্পনা করতে থাকে । কথিত আছে যে , অরিস্টিস দেবতা এপোলোর কাছ থেকে প্রতিশোধের উৎসাহ পায়।
এই খবরে অগিস্থাস অনেকখানি নিশ্চিত হয় এবং রানী ক্লাইটেমনেস্ট্রা কিছুটা হলেও ব্যাথিত হয়।
এদিলে ইলেক্ট্রা যখন ভাইয়ের মৃত্যুর খবরে ভেঙ্গে পরে এবং তার ভাইয়ের কথিত ভষ্ম নিয়ে তার পিতা অগমেননের সমাধিতে গিয়ে শোক প্রকাশ করতে থাকে । এইসময় অরিস্টিসও ছদ্মবেশে অগমেননের সমাধিতে যায় এবং ইলেক্ট্রা তাকে চিনে ফেলে ।